শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই-ট্রাকের সংঘর্ষে নিহত ২

কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে  বঙ্গবন্ধু মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান করছিলো। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক অবস্থানরত ট্রাকটিকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাস্তায় থেমে থাকা ট্রাকের ড্রাইভার এবং অপর ট্রাকের হেলপার নিহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকেই নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কে দুই-ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
কেরানীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২২নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে  বঙ্গবন্ধু মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুর এলাকায় অবস্থান করছিলো। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক অবস্থানরত ট্রাকটিকে  চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাস্তায় থেমে থাকা ট্রাকের ড্রাইভার এবং অপর ট্রাকের হেলপার নিহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকেই নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।