শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কি‌শোরগ‌ঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

কিশোরগঞ্জে এক মাদক মামলায় দু’জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের কারাদণ্ডা‌দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপু‌রে কি‌শোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো. সা‌য়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, ব্রাম্মণবা‌ড়িয়া বিজয়নগর উপ‌জেলার চম্পকনগর গ্রা‌মের মো. আক্তার হো‌সে‌নের ছে‌লে মো. মোখ‌লেছুর রহমান (২২) ও মৌলবীবাজারের জু‌ড়ি উপ‌জেলার দ‌ক্ষিণ জা‌ঙ্গিরাই গ্রা‌মের আব্দুল ম‌জি‌দের ছে‌লে আব্দুল মা‌লেক (২৮)।
মামলার বিবর‌ণে জানা গে‌ছে, ২০১৭ সা‌লের ৩১ আগস্ট সন্ধ্যায় ভৈরব উপ‌জেলার দুর্জয় মোড় এলাকায় এক‌টি প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ৮০০ বোতল ফেন‌সি‌ডিলসহ মাদক কারবারি আব্দুল মা‌লেক এবং মো. মোখ‌লেছুর রহমান‌কে আটক ক‌রে র‌্যাব। এ ঘটনায় একই দিন র‌্যাব-১৪ ভৈরব ক‌্যা‌ম্পের সহকা‌রী পরিচালক মো. সে‌লিম সরদার বাদী হ‌য়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত শে‌ষে একই বছ‌রের ২২ ডি‌সেম্বর আদাল‌তে মামলার অভি‌যোগপত্র দা‌খিল ক‌রে পু‌লিশ। আদাল‌তে সাক্ষ্যপ্রমাণ শে‌ষে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার রায় ঘোষণাকালে আদালতে আসা‌মি‌দের ম‌ধ্যে মো. মোখ‌লেছুর রহমান উপ‌স্থিত থাক‌লেও অপর আসা‌মি আব্দুল মা‌লেক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

কি‌শোরগ‌ঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

প্রকাশের সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
কিশোরগঞ্জে এক মাদক মামলায় দু’জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের কারাদণ্ডা‌দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপু‌রে কি‌শোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো. সা‌য়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হ‌লেন, ব্রাম্মণবা‌ড়িয়া বিজয়নগর উপ‌জেলার চম্পকনগর গ্রা‌মের মো. আক্তার হো‌সে‌নের ছে‌লে মো. মোখ‌লেছুর রহমান (২২) ও মৌলবীবাজারের জু‌ড়ি উপ‌জেলার দ‌ক্ষিণ জা‌ঙ্গিরাই গ্রা‌মের আব্দুল ম‌জি‌দের ছে‌লে আব্দুল মা‌লেক (২৮)।
মামলার বিবর‌ণে জানা গে‌ছে, ২০১৭ সা‌লের ৩১ আগস্ট সন্ধ্যায় ভৈরব উপ‌জেলার দুর্জয় মোড় এলাকায় এক‌টি প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ৮০০ বোতল ফেন‌সি‌ডিলসহ মাদক কারবারি আব্দুল মা‌লেক এবং মো. মোখ‌লেছুর রহমান‌কে আটক ক‌রে র‌্যাব। এ ঘটনায় একই দিন র‌্যাব-১৪ ভৈরব ক‌্যা‌ম্পের সহকা‌রী পরিচালক মো. সে‌লিম সরদার বাদী হ‌য়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত শে‌ষে একই বছ‌রের ২২ ডি‌সেম্বর আদাল‌তে মামলার অভি‌যোগপত্র দা‌খিল ক‌রে পু‌লিশ। আদাল‌তে সাক্ষ্যপ্রমাণ শে‌ষে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার রায় ঘোষণাকালে আদালতে আসা‌মি‌দের ম‌ধ্যে মো. মোখ‌লেছুর রহমান উপ‌স্থিত থাক‌লেও অপর আসা‌মি আব্দুল মা‌লেক পলাতক রয়েছেন বলে জানা গেছে।