শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল পতাকার রঙে সাজিয়ে আলোচিত ব্রাজিল ভক্ত শুভ! 

ছোটবেলা থেকেই শুভ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলকে সমর্থন দিয়ে আসছেন। আর তখন থেকেই তার ইচ্ছে ছিল যখন নিজে উপার্জন করবেন তখন পছন্দের দলের জন্য আকর্ষণীয় কিছু করার। সেই চিন্তা থেকেই নিজের শখের মোটরসাইকেলটি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।
নিজের শখের মোটরসাইকেলটি সাজানোর পাশাপাশি তিনি ব্রাজিলের বড় বড় পতাকা বানিয়ে এলাকার অনেক বহুতল ভবনে টানিয়ে দেন। তবে ব্রাজিল এর পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও রেখেছেন তিনি।
রাজধানীর কামরাঙ্গীচরের বড় গ্রামের শুভর শখের মোটরসাইকেলটি এখন সবার কাছে ব্রাজিলের মোটরসাইকেল নামেই পরিচিত। আর এই ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ব্রাজিল ভক্তরা আসছে এখানে। শুধু কামরাঙ্গীচর  নয়, আশপাশের অঞ্চল থেকেও  ভক্ত সমর্থকরা এই ব্রাজিল মোটরসাইকেল দেখতে আসে। নিজ দলকে সমর্থন দিতে এমন উদ্যোগে আনন্দিত ক্ষুদে ভক্ত থেকে শুরু করে প্রবীন ভক্তরাও। ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে এসে ব্রাজিল সমর্থকদের ছবি তুলতেও দেখা যায়।
ব্রাজিল মোটরসাইকেলটির মালিক শুভ জানান,প্রিয় দলের প্রতি ভালবাসা থেকেই তার এমন উদ্যোগ। যতদিন সুস্থ থাকবেন চেষ্টা করবেন ভালবাসার দলের জন্য নজরকাড়া কিছু করার। সেই সাথে তিনি আরো বলেন, যদি কখনো সুযোগ হয় ঘুরে আসবেন ভালবাসার দল ব্রাজিল দেশটা থেকেই।

মোটরসাইকেল পতাকার রঙে সাজিয়ে আলোচিত ব্রাজিল ভক্ত শুভ! 

প্রকাশের সময় : ০৭:৪৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
ছোটবেলা থেকেই শুভ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলকে সমর্থন দিয়ে আসছেন। আর তখন থেকেই তার ইচ্ছে ছিল যখন নিজে উপার্জন করবেন তখন পছন্দের দলের জন্য আকর্ষণীয় কিছু করার। সেই চিন্তা থেকেই নিজের শখের মোটরসাইকেলটি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।
নিজের শখের মোটরসাইকেলটি সাজানোর পাশাপাশি তিনি ব্রাজিলের বড় বড় পতাকা বানিয়ে এলাকার অনেক বহুতল ভবনে টানিয়ে দেন। তবে ব্রাজিল এর পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও রেখেছেন তিনি।
রাজধানীর কামরাঙ্গীচরের বড় গ্রামের শুভর শখের মোটরসাইকেলটি এখন সবার কাছে ব্রাজিলের মোটরসাইকেল নামেই পরিচিত। আর এই ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ব্রাজিল ভক্তরা আসছে এখানে। শুধু কামরাঙ্গীচর  নয়, আশপাশের অঞ্চল থেকেও  ভক্ত সমর্থকরা এই ব্রাজিল মোটরসাইকেল দেখতে আসে। নিজ দলকে সমর্থন দিতে এমন উদ্যোগে আনন্দিত ক্ষুদে ভক্ত থেকে শুরু করে প্রবীন ভক্তরাও। ব্রাজিল মোটরসাইকেলটি দেখতে এসে ব্রাজিল সমর্থকদের ছবি তুলতেও দেখা যায়।
ব্রাজিল মোটরসাইকেলটির মালিক শুভ জানান,প্রিয় দলের প্রতি ভালবাসা থেকেই তার এমন উদ্যোগ। যতদিন সুস্থ থাকবেন চেষ্টা করবেন ভালবাসার দলের জন্য নজরকাড়া কিছু করার। সেই সাথে তিনি আরো বলেন, যদি কখনো সুযোগ হয় ঘুরে আসবেন ভালবাসার দল ব্রাজিল দেশটা থেকেই।