
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক সমাবেশ দেখে সরকারের কিছু উচ্চপর্যায়ের নেতা বলেন—খেলা হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এ দেশের জনগণের জন্য রাজনীতি করি, গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতি করি, আমরা কোনোভাবেই এটাকে হেলায়ফেলায় খেলা মনে করি না। আমরা রাজনীতি করছি, রাজনীতি করব। যারা খেলা মনে করে, তাদের রাজনৈতিক শক্তি নেই, জনগণের শক্তি নেই, তাদের জনসমর্থন নেই। তারা রাতে ভোট ডাকাতি করে, তাদের কাছে যা খেলা মনে হবে, আমাদের কাছে তা খেলা নয়।’ খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপির যে বিভাগীয় সম্মেলন হয়েছে, তা থেকে সরকারকে বার্তা দেওয়া হয়েছে তাদের সময় শেষ। তারা যদি মান-ইজ্জত রক্ষা করে চলে যেতে চায়, চলে যেতে পারে, না হলে জনগণ তাদের টেনে-হিঁচড়ে নামাবে। ঢাকা বিভাগের সমাবেশ থেকে এই সরকার বিদায়ের আন্দোলনের ঘোষণা করা হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক মন্ত্রী বরকত উল্লা ভুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন অরো বলেন, কুমিল্লায় বিএনপির বিভাগীয় সম্মেলনকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরে এক নেতাকে হত্যা করা হয়। তা ছাড়া বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho