বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান নম্বর নাইনের গোল বিশ্বের সেরা গোল

তখন পর্যন্ত ১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। চোখে ঘুম নিয়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের মনে শঙ্কা ছিল, কখন না আবার সেই গোল শোধ করে দেয় সার্বিয়া! ৭৩ মিনিটে সব শঙ্কা দূর করে দিলেন রিচার্লিসন। সিজার কিকে অনিন্দ্যসুন্দর এমন এক গোলই করলেন টটেনহাম তারকা যে সমর্থকদের চোখ থেকে নিমেষেই দূর হয়ে গেল সব ঘুম!

সার্বিয়ার জমাট রক্ষণ ভেঙে ৬২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রিচার্লিসনই। সেই গোলের পর যেকোনো সময়ই ম্যাচে ফিরতে পারত সার্বিয়া। কিন্তু সার্বদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের বাতাসে ভাসানো ক্রস থেকে বলকে বুক দিয়ে নামিয়ে শরীরের মোচড়ে সিজার কিকে যেভাবে গোল করলেন রিচার্লিসন, তাতে আর ম্যাচে ফেরার দুয়ারই বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের। বক্সে ঘুরে দাঁড়ানোর অল্প জায়গাই বাকি ছিল রিচার্লিসনের সামনে। এই অল্প জায়গাতেই দেখিয়ে দিলেন নিজের ক্যারিশমা। ওই গোলের পর আক্রমণে খুব বেশি উঠতে দেখা যায়নি সার্বদের। বাকিটা সময় শুধু আক্রমণই করে গেছে ব্রাজিল।

সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার অবশ্য এগিয়ে রাখছেন রিচার্লিসনের প্রথম গোলটিকে। তবে দ্বিতীয় গোলের দারুণ প্রশংসাও করেছেন তিনি, ‘অনেকে ভাবছেন, প্রথম গোলটা অনেক সহজ ছিল, কিন্তু মোটেও না। একজন সেন্টার ফরোয়ার্ডের জন্য সেটা খুবই ভালো একটা গোল। দ্বিতীয় গোলটিও ছিল অবিশ্বাস্য।’

ব্রাজিলিয়ান নম্বর নাইনের গোল বিশ্বের সেরা গোল

প্রকাশের সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

তখন পর্যন্ত ১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। চোখে ঘুম নিয়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের মনে শঙ্কা ছিল, কখন না আবার সেই গোল শোধ করে দেয় সার্বিয়া! ৭৩ মিনিটে সব শঙ্কা দূর করে দিলেন রিচার্লিসন। সিজার কিকে অনিন্দ্যসুন্দর এমন এক গোলই করলেন টটেনহাম তারকা যে সমর্থকদের চোখ থেকে নিমেষেই দূর হয়ে গেল সব ঘুম!

সার্বিয়ার জমাট রক্ষণ ভেঙে ৬২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রিচার্লিসনই। সেই গোলের পর যেকোনো সময়ই ম্যাচে ফিরতে পারত সার্বিয়া। কিন্তু সার্বদের সব সম্ভাবনা শেষ হয়ে গেল ৭৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের বাতাসে ভাসানো ক্রস থেকে বলকে বুক দিয়ে নামিয়ে শরীরের মোচড়ে সিজার কিকে যেভাবে গোল করলেন রিচার্লিসন, তাতে আর ম্যাচে ফেরার দুয়ারই বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের। বক্সে ঘুরে দাঁড়ানোর অল্প জায়গাই বাকি ছিল রিচার্লিসনের সামনে। এই অল্প জায়গাতেই দেখিয়ে দিলেন নিজের ক্যারিশমা। ওই গোলের পর আক্রমণে খুব বেশি উঠতে দেখা যায়নি সার্বদের। বাকিটা সময় শুধু আক্রমণই করে গেছে ব্রাজিল।

সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার অবশ্য এগিয়ে রাখছেন রিচার্লিসনের প্রথম গোলটিকে। তবে দ্বিতীয় গোলের দারুণ প্রশংসাও করেছেন তিনি, ‘অনেকে ভাবছেন, প্রথম গোলটা অনেক সহজ ছিল, কিন্তু মোটেও না। একজন সেন্টার ফরোয়ার্ডের জন্য সেটা খুবই ভালো একটা গোল। দ্বিতীয় গোলটিও ছিল অবিশ্বাস্য।’