শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

টানা দুই হারে বিশ্বকাপ থেকে ছটকে পড়ছে কাতার

বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া দলটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি।

কাতারকে হারিয়ে জয়ে ফিরল আফ্রিকার দেশ সেনেগাল। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল।

এদিন দোহারের আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার বুয়ালেম খুউখির ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় আফ্রিকার দেশ সেনেগাল।

৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধানে দ্বিগুণ (২-০) করেন ফামারা ডিয়েদিউ।  খেলার ৭৮ মিনিটে মোহাম্মদ মুনতারির গোলের ব্যবধান কিছুটা কমায় কাতার।

কিন্তু ৮৪তম মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। এরপর আর কোনো গোল না হওয়ায ৩-১ দলের জয় নিশ্চিত করে সেনেগাল।

রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন সানিয়া মির্জা

টানা দুই হারে বিশ্বকাপ থেকে ছটকে পড়ছে কাতার

প্রকাশের সময় : ১০:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া দলটি আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ে ফিরতে পারেনি।

কাতারকে হারিয়ে জয়ে ফিরল আফ্রিকার দেশ সেনেগাল। বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল।

এদিন দোহারের আল থুমামা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার বুয়ালেম খুউখির ভুলে সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় আফ্রিকার দেশ সেনেগাল।

৪১তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে কাতার। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে শটে জালে পাঠান বোলায়ে দিয়া।

বিরতি থেকে ফিরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধানে দ্বিগুণ (২-০) করেন ফামারা ডিয়েদিউ।  খেলার ৭৮ মিনিটে মোহাম্মদ মুনতারির গোলের ব্যবধান কিছুটা কমায় কাতার।

কিন্তু ৮৪তম মিনিটে সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। এরপর আর কোনো গোল না হওয়ায ৩-১ দলের জয় নিশ্চিত করে সেনেগাল।