জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিবেশ উন্নয়নে পরিষ্কার-পরিছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবন থেকে র্যালিটি শুরু করে বিশ^বিদ্যালয় প্রশাসন।
“পলিথিনকে না বলি-আমার ক্যাম্পাস আমি পরিছন্ন রাখি” স্লোগানে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যাল চত্বরে গিয়ে শেষ হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃতে র্যালিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, বি এন সি সি’র পিইউও অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচন সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব পালন করি, যত্রতত্র আবর্জনা না ফেলে যদি ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।” এসময় তিনি সবাইকে পরিষ্কার থাকা এবং সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান ফটক সংলগ্ন এলাকায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ড. আলমগীর হোসেন ভূঁইয়া।