রাজবাড়ীর গোয়ালন্দে ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
আকাশ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বদন মৃধার পাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
শনিবার(২৬ নভেম্বর) সকালে এএসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া বদন মৃধার পাড়া এলাকার থেকে আকাশ মৃধাকে অনুমান এক লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ৪কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।