প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২২, ৯:১৫ এ.এম
কিশোরগঞ্জ সদরের দুই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার অধীনস্থ ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন এবং ১১নং দানাপাঠুলি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) উপজেলার দানাপাঠুলি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দুটি ইউনিয়নের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ হেল কাফি মণ্ডল, জাতীয় পরিষদ সদস্য সরদার মিজানুর রহমান, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ভূঁইয়া এবং দানাপাঠুলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এ্যাড আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনস্থলে দুই ইউনিয়নে পদ প্রত্যাশী নেতাদের জীবন বৃত্তান্ত জমা নেয়া হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিক্রমে দুই ইউনিয়ন কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ সাপ্তাহে মধ্যে ঘোষণা করা হবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho