বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপু’রে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওসমান গনি

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর ১০ নং ওয়ার্ড ৭ নং সমাজ, দরবেশ নগর, লোকমানের খামারবাড়ি এলাকা জাফরাবাদ, পূর্ব শত্রুতার জের ধরে অত্র এলাকার নিরীহ মোহাম্মদ ওসমান গনির উপর চিহ্নিত সন্ত্রাসীরা দফায় দফায় হামলা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর আহত জখম করে ১০/১২ জন সন্ত্রাসীরা পালিয়ে যায়।তাৎক্ষণিক ওসমান গনির পরিবার ও এলাকার সচেতন নাগরিকরা খবর জানতে পেয়ে আহত ওসমান গনিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠান এবং বর্তমানে ওসমান গনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মাথায় হাতে পেটে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর জখম করে অত্র চিহ্নিত সন্ত্রাসীরা, গত ২২/১১/২০২২ সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় প্রতিনিয়তের মত বি এস আর এম ফ্যাক্টরি হতে ডিউটি শেষ করে নিজের বসবাসরত জঙ্গল সলিমপুরে বাড়িতে ফেরার সময় অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। তার কাছে নগদ অর্থ থাকাও ছিনিয়ে নেয়। গত ২৬/১১/২০২২ চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানা একটি অভিযোগ দায়ের করা হয় এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আমাদের প্রতিবেদককে জানান যারাই মোহাম্মদ ওসমান গনির উপর অতর্কিত হামলা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। অতর্কিত হামলা কারি অত্র এলাকার সুপরিচিত কুখ্যাত সন্ত্রাসীরা হলেন (১)মোহাম্মদ রাসেল প্রকাশ কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু রাসেল।(২) শামসুর প্রকাশ অস্ত্রধারী সামসু কিশোর গ্যাং লিডার সামসু(৩) বহু মামলার আসামি মোহাম্মদ আরিফ প্রকাশ পেট কাটা আরিফ কিশোর গ্যাং লিডার আরিফ(৪) সেকান্দর প্রকাশ সন্ত্রাসী সেকানদইরা(৫)শাহাদাত হোসেন প্রকাশ অস্ত্রধারী শাহাজ্জাইদ্দা(৬) আব্দুল মজিদ প্রকাশ ইয়াবা মজিদ্দা (৭) আব্দুল শুক্কুর প্রকাশ গাঁজা শুক্কুর (৮) মোহাম্মদ সোহাগ প্রকাশ কিশোর গ্যাং লিডার অস্ত্রধারী সোহাইগ্গা (৯)আব্দুল মজিদ প্রকাশ চোরাকারবারি মজিদ্দা উপরে উল্লেখিত প্রত্যেক জনের নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জঙ্গল সলিমপু’রে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওসমান গনি

প্রকাশের সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর ১০ নং ওয়ার্ড ৭ নং সমাজ, দরবেশ নগর, লোকমানের খামারবাড়ি এলাকা জাফরাবাদ, পূর্ব শত্রুতার জের ধরে অত্র এলাকার নিরীহ মোহাম্মদ ওসমান গনির উপর চিহ্নিত সন্ত্রাসীরা দফায় দফায় হামলা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর আহত জখম করে ১০/১২ জন সন্ত্রাসীরা পালিয়ে যায়।তাৎক্ষণিক ওসমান গনির পরিবার ও এলাকার সচেতন নাগরিকরা খবর জানতে পেয়ে আহত ওসমান গনিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে পাঠান এবং বর্তমানে ওসমান গনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মাথায় হাতে পেটে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর জখম করে অত্র চিহ্নিত সন্ত্রাসীরা, গত ২২/১১/২০২২ সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় প্রতিনিয়তের মত বি এস আর এম ফ্যাক্টরি হতে ডিউটি শেষ করে নিজের বসবাসরত জঙ্গল সলিমপুরে বাড়িতে ফেরার সময় অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। তার কাছে নগদ অর্থ থাকাও ছিনিয়ে নেয়। গত ২৬/১১/২০২২ চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানা একটি অভিযোগ দায়ের করা হয় এবং সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আমাদের প্রতিবেদককে জানান যারাই মোহাম্মদ ওসমান গনির উপর অতর্কিত হামলা করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। অতর্কিত হামলা কারি অত্র এলাকার সুপরিচিত কুখ্যাত সন্ত্রাসীরা হলেন (১)মোহাম্মদ রাসেল প্রকাশ কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু রাসেল।(২) শামসুর প্রকাশ অস্ত্রধারী সামসু কিশোর গ্যাং লিডার সামসু(৩) বহু মামলার আসামি মোহাম্মদ আরিফ প্রকাশ পেট কাটা আরিফ কিশোর গ্যাং লিডার আরিফ(৪) সেকান্দর প্রকাশ সন্ত্রাসী সেকানদইরা(৫)শাহাদাত হোসেন প্রকাশ অস্ত্রধারী শাহাজ্জাইদ্দা(৬) আব্দুল মজিদ প্রকাশ ইয়াবা মজিদ্দা (৭) আব্দুল শুক্কুর প্রকাশ গাঁজা শুক্কুর (৮) মোহাম্মদ সোহাগ প্রকাশ কিশোর গ্যাং লিডার অস্ত্রধারী সোহাইগ্গা (৯)আব্দুল মজিদ প্রকাশ চোরাকারবারি মজিদ্দা উপরে উল্লেখিত প্রত্যেক জনের নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।