
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'বৈশ্বিক নাগরিকত্ব ও নাগরিক শিক্ষা' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে ইবি রোভার স্কাউট গ্রুপ এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান কর্মশালাটির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিক সেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।
রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইবি রোভার স্কাউটস গ্রুপের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 'আমিও সুনাগরিক' প্রজেক্টের ফ্যাসিলেটর সাব্বির হোসেন জয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho