প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৯:২৬ এ.এম
সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন নবনির্বাচিত সম্পাদক আবু মোর্তজা ছোট

যশোর আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট ভোটাদের সাথে কুশল বিনিময়, মিষ্টিমুখ ও বিকেলে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন।
শনিবার অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে প্রতিবারের ন্যায় বিএনপি-জামায়ত ও মহাজোট সমর্থিত ১৪ দল আলাদা প্যানেলে নির্বাচন করেন। আবু মোর্ত্তজা ছোট প্যানেল ছাড়াই সাধারণ সম্পদক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে বিএনপি-জামায় সমর্থিত প্রার্থী নুরুজ্জামন খান ও মহাজোট সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলকে বিপুল ভোটের পরচিত করেন। আবু মোর্ত্তজা ছোট বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভুলে জাননি ভোটারদের। গতকাল রোববার তিনি তার সমর্থকদের নিয়ে আইনজীবী সমিতির দুই ভবনসহ আইনজীবীদের চেম্বারে যেয়ে কুশল বিনিয়ম ও মিষ্টিমুখ করান।
বিকেলে তিনি তার সমর্থকদের নিয়ে শহরের কারাবালা কবরস্থানে যেয়ে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়াত করেন। এ সময় মরহুম তরিকুল ইসলামসহ কারবালা কবরস্থানে প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত যত মানুষ করবস্থ হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ হারুন, রুহিন বালুজ, আলীবুদ্দিন খান, মুক্তাদির মুক্ত, বুরহান সিদ্দীকি, এমামুজ্জামান জন, আব্দুল্লাহ, ওবায়ের হোসেন, পলাশ কুমার, প্রবীর কুমার, কিশোর কুমার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho