
পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি জানান, সকালে বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজাহান খানের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শায়রুল কবির খান বলেন, শাহজাহান খানের জানাজার নামাজ ও দাফন পটুয়াখালী জেলা গলাচিপাতে অনুষ্ঠিত হবে। তবে নামাজের জানাজা ও দাফনের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হন শাহজাহান খান। এ সময় তার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শাহজাহান খান জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ছিলেন।