
রাঙামাটির আসামবস্তি এলাকায় সংগীত শিক্ষার সুযোগে ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক রণজিত পাটোয়ারীকে আট বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছের আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ থেকে ভিকটিম আসামির ভাড়া বাসায় গান শিখতে গেলে প্রায় এক বছর বিভিন্ন অজুহাতে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ২০২১ সালের ১০ মার্চ সকালে ভিকটিমের সঙ্গে অশালীন আচরণ করলে পুরো ঘটনা স্থানীয়দের জানানোর পাশাপাশি ওই দিনই রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করে পরিবার। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
আদালতে শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দু-বছর কারাদণ্ড দেয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘একজন গৃহশিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, তাহলে বাবা-মা কোন ভরসায়, কীভাবে তাদের কাছে পড়ানোর জন্য দেবে। এই রায়ে আমরা খুশি। এর ফলে সমাজে এমন অপরাধ কমে আসবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho