
টাইগারদের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে আজ (১লা ডিসেম্বর) বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন দিন পর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। অথচ তার আগে দুঃসংবাদ ঘিরে ধরেছে বাংলাদেশ শিবিরে।
এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটিতেই তাসকিনকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইজন্য বাংলাদেশ ‘এ’ দল থেকে ইতোমধ্যে শরীফুল ইসলামকে উড়িয়ে আনা হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিঠের চোটের জন্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছেন না তাসকিন। এমনকি পুরো সিরিজেও না দেখা যেতে পারে তাসকিনকে।
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সিরিজ শুরুর ঠিক আগে গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন। ভারত সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে অনুশীলনে এই চোটে পড়েন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এরজন্য ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্যাটসম্যানকে।
এই বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমে বলেন, ‘তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ানদের স্ক্যান করতে বলা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho