
দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করেছিল স্পেন। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকেত জয়ের কোনো বিকল্প ছিল না জাপানের। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে স্পেনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা ষোলোতে জায়গা করে নিল এশিয়ান জায়ান্টরা।
খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে জাপানকে পাত্তাই দেয়নি স্পেন। পুরো ম্যাচের ৮৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছে স্প্যানিশ ফুটবলাররা। আর জাপানের গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি। পেয়েছে একটি গোলের দেখা।
ম্যাচের ১১তম মিনিটেই আজপিলইকুয়েতার ক্রস থেকে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন মোরাতা। এরপরও একের পর এক আক্রমণ চালায় স্পেন। ২৬তম মিনিটে দানি ওলমোর নেয়া শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। প্রথমার্ধে শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
এরপর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু স্প্যানিশ ফুটবলাররা প্রতিবারই ব্যর্থ হয়েছে জাপানের রক্ষণের কাছে। ফলে আসেনি গোল। এতে ২-১ গোল ব্যবধানে শেষ হয় ম্যাচটি।
স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
উনাই সিমন, আজপিলইকুয়েতা, রড্রি, পাউ টরেস, বালদে, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, নিকো উইলিয়াম, মোরাতা, দানি ওলমোকোচ: লুইস এনরিকে
জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১):
সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, তানিগুশি, দাইচি কামাদা, তানাকা, ইতো, কুবো, মায়েদা, মোরিতা কোচ: হাজিমে মরিয়াসু।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho