
ইসলামী বিশ^বিদ্যালয়ের আয়োজনে (ইবি) আন্তঃবিশ^বিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের ফুটবল মাঠে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ছাত্র ও ছাত্রী ক্যাটাগরিতে বাংলাদেশের ১৬টি পাবলিক বিশ^বিদ্যালয় এতে অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ঢাকা বিশ^বিদ্যালয় এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হ্যান্ডবল টিম (ছাত্র)। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য বিশ^বিদ্যালয়গুলো হলো ইসলামী বিশ^বিদ্যালয়, রাজশাহী বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, কুমিল্লা বিশ^বিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, জাতীয় বিশ^বিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয়, বরিশাল বিশ^বিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়। আগামী ৬ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপচার্যসহ উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও অন্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho