
উরফি জাভেদ মানে চমকে দেওয়ার মতো পোশাক, সঙ্গে অনেকটা বির্তক। কটাক্ষ, বির্তক নিত্যসঙ্গী তাঁর। ছকভাঙা মেয়েকে পোশাকের জন্য কম কথা শুনতে হয় না। কিন্তু তিনি সে সবে কান দেন না। নিজেই নিজের পোশাক বানিয়ে তাক লাগিয়ে দেন ভক্তদের। সম্প্রতি একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন উরফি। সেখানে পোশাক ছাড়াই ধরা দিলেন তিনি।
[caption id="" align="alignnone" width="900"]
ছবি সংগৃহীত[/caption]
এত দিন পোশাক ও তার নকশা নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই শৌখিনী। এ বার অভিনেত্রী পোশাক নয়, শরীর ঢাকলেন অভিনব উপায়ে। দেখে মনে হবে যেন কেউ আটকে রেখেছেন উরফিকে। ছবির ক্যাপশনে উরফি লেখেন, ‘‘ধরা পড়েছি অর্ন্তজালে’’। অভিনেত্রী তাঁর ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ ঢেকেছেন লাল রঙের টেপ দিয়ে। সাদা মেঝেতে আটকে রয়েছেন উরফি। চুলে লম্বা ঝুঁটি যেন নকশা কেটেছে মেঝেতে। পোশাকে অভিনবত্ব নতুন কিছু নয় উরফির কাছে। চটের বস্তা থেকে শুরু করে খবরের কাগজ, অ্যালুমিনিয়ামের তার— সবই তুলেছেন অঙ্গে। তাঁর এই কিম্ভূত ফ্যাশনের যেমন সমালোচনা হয়, তেমন তাঁর সৃজনশীল মস্তিষ্কের তারিফও করেন অনেকেই। একাধিক সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, যাঁরা তাঁকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন, তাঁদের পাত্তা দিতে চান না। নিজের শর্তে জীবনযাপন করতে চান তিনি। রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি, দাবি এই পোশাক শৌখিনীর। তাই পোশাক নিয়ে আর কারও নিষেধাজ্ঞা মানতে নারাজ উরফি।
খবরঃ আনন্দ বাজার
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho