
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দ্বিতীয়বারের মতো বসছে এ আয়োজন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশে সময় রাত সাড়ে ৯টায় পর্দা উঠেছে উৎসবের।
‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র এবারের আসরে বলিউড থেকে যোগ দিয়েছেন একাধিক তারকা। উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন তারা। শাহরুখ খান থেকে শুরু করে সোনম কাপুর- বলিউড তারার মেলা বসেছে লোহিত সাগর পাড়ে।
উৎসবের উদ্বোধনী আয়োজনে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। গত বৃহস্পতিবার উদ্বোধনীতে প্রদর্শিত হয়েছে শাহরখ-কাজল অভিনেত্রী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি।
স্বামী সাইফ আলী খানকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন কারিনা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রকাশ্যে এসেছেন সোনম কাপুর। লাল গাউনে ধরা দিয়েছেন তিনি। উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালী রঙের লম্বা গাউনে দেখা গেছে তাকে।
‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরবেরর বন্দরনগরী জেদ্দার রিটজ কার্লটন হোটেলে চলবে এ উৎসব। এবার উৎসবে অংশ নিয়েছে ৬১টি দেশের ১৬১টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে সৌদি আরবের দুটি সিনেমা।
উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে শেখর কাপুর পরিচালিত ‘হোয়াট লাভ গো টু ডো উইথ ইট’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি জেমস। সমাপনী দিনে প্রদর্শন হবে ‘ভ্যালি রোড’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন খালেদ ফাহদে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho