জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ (ডিসেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান বন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সহসভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দীন, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিঠু, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তযোদ্ধা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।