
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে আর্জেন্টিনা। ডাচদের সঙ্গে গেল কয়েক বছর ধরেই লড়াইটা বেশ জমে উঠেছে আর্জেন্টিনার। পুরানো অনেক হিসাব বাকি আছে দুদলের। ডাচদের দুর্দান্ত পারফরম্যান্স মাথায় রেখে সতর্ক মেসিরা। এদিকে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে বলেই আশা জ্যামাইকান তারকার।
১৯৯৮ সালের বিশ্বকাপের শোধ আর্জেন্টিনা নেয় ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্ব ফুটবলে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচের উত্তাপ সেই থেকে পেয়েছে ভিন্ন মাত্রা। কোয়ার্টারে ডাচদের পেয়ে সতর্ক আর্জেন্টিনা। কাতারের দোহার ইউনিভার্সিটি মাঠে দল নিয়ে অনুশীলনে বেশ সতর্ক ছিলেন স্ক্যালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে আলবিসেলেস্তেরা। নেদারল্যান্ডসের বিপক্ষেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান মেসিরা।
ক্যারিয়ারে অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসির বিশ্বকাপের নকআউট পর্বে গোল অধরাই ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে খরাও কাটিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলার দিকে চোখ তার। কারণ এবারই দলকে শিরোপা জেতানোর শেষ সুযোগ মেসির সামনে। তা নাহলে আক্ষেপে পুড়তে হবে আজীবন।
মেসির মতোই আর্জেন্টিনার বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেন ট্রাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ছোটবেলা থেকেই আর্জেন্টিনার অন্ধ সমর্থক। বিশ্বকাপে ব্রাজিল, ফ্রান্সকেও ফেবারিট হিসেবে রাখছেন বোল্ট। তবে, তার প্রত্যাশা মেসির হাতেই উঠবে কাতার বিশ্বকাপের শিরোপা।
অলিম্পিকে স্বর্ণজয়ী সাবেক স্প্রিন্টার বলেন, 'আর্জেন্টিনা আমার প্রিয় দল। আমি চাই ওরই এবার বিশ্বকাপ জিতুক। মেসির জন্য হলেও এবার আর্জেন্টাইনদের ভালো খেলা উচিত।'
বোল্ট আরও বলেন, নানা কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত আর্জেন্টিনার খেলা দেখেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho