প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ৬:১৩ পি.এম
বালিয়াকান্দিতে মারামারির ৪দিন পর মৃত্যু।। অভিযুক্তের বাড়ীতে আগুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মারপিটের ৪দিন পর মারা গেল জামালপুর ইউনিয়নের আলোকদিয়ার আঃ করিম এর ছেলে হাসু (৪০)।
জানা গেছে, বুধবার (৭ডিসেম্বর)বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সকাল আনুমানিক ৬টার দিকে আঃ করিম শেখের ছেলে হাসু শেখের মৃত্যু হয় এবং সকাল অনুমান ১১ টার দিকে প্রতিপক্ষের বাড়ীতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে হাসুকে প্রতিবেশী বিশুর ছেলে নয়ন (২৫) বাড়ির পাশে কলাবাগানে নিয়ে মারপিঠ করে। এতে হাসু গুরুত্বর আহত অবস্থায় গত ৪ ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হয়। ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫ টার দিকে হাসু হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। ৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৬ টার দিকে নিজ বাড়িতে মারা যায়। গোপন সূত্রে জানা যায় একই ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বিশু সরকারের স্ত্রী এলাকায় অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলো। এই বিষয় নিয়েই হাসু ও নয়নের মধ্যে দ্বন্দ্বর সৃষ্টি হয়। এ থেকেই তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পূর্বের ঘটনাকে কেন্দ্র করে হাসুর মৃত্যূ হয় বলে ধারনা করা হচ্ছে। এ মৃত্যুর সংবাদ পেয়ে বিশুর ছেলে নয়ন ও বিশু নিজে তাদের নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে ধারণা করছে এলাকাবাসী। অনেকেই বলেন, চতুর বিশু ও তার ছেলে হত্যা মামলা হতে রেহাই পাওয়ার জন্য উক্ত ঘরে নিজেরাই আগুন লাগিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho