
উরফি মানেই বির্তকিত মন্তব্য। সঙ্গে বিচিত্র পোশাকের ককটেল। কখনও ব্লেড কখনও রাংতা কিংবা সেলোটেপ অঙ্গে জড়িয়ে শিরোনামে জায়গা করে নেন উরফি। ‘বিগ বস ওটিটি’-র ঘর থেকে উত্থান উরফির। তার পর থেকেই নিজেকে প্রচারের আলোয় ধরে রাখতে বিচিত্র সব কাণ্ডকারখানা করেই থাকেন তিনি। ‘বিগ বস’-এর পর ফের উরফিকে দেখা যাচ্ছে আর একটি রিয়্যালিটি শো-এ। এ বার মনের মানুষ খুঁজতে ‘স্প্লিটসভিলায়’ হাজির হয়েছেন তিনি। সেখানেই এক প্রতিযোগীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তাঁর। ইতিমধ্যেই ডেটেও গিয়েছিলেন তাঁরা। মনে যখন বসন্তের ছোঁয়া, তার মাঝেই খানিকটা রণংদেহি মেজাজে দেখা গেল তাঁকে। এমন মন্তব্য করলেন, যাতে হতবাক নেটাগরিকরা।
এক মজার খেলায় মেতেছেন উরফি। এক বড় কাচের বয়ামে উরফির জন্য প্রশ্ন রাখা। পছন্দ মতো প্রশ্ন বাছাই করে উত্তর দেবেন ওই শৌখিনী। প্রেমের শো-এ এসেছেন যখন, তখন ভালোবাসা, প্রতারণা ইত্যাদি সম্পর্কিত সব প্রশ্ন রাখা হয় উরফির কাছে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, “যদি কেউ তোমার সঙ্গে সম্পর্কে থাকার পরও প্রতারণা করেন, তার পরেও কি তুমি থেকে যাবে তাঁর সঙ্গে?” উরফি জবাব দিলেন একেবারে নিজস্ব ভঙ্গিমায়। উরফির মুখের যে লাগাম নেই, তার আভাস পূর্বেই পাওয়া গিয়েছিল। তাই এক মুহূর্ত বিলম্ব না করেই উরফি বলেন, ‘‘আমার সঙ্গে যে প্রতারণা করবে, তার যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে ফেলব।’’
এই কথা শোনা মাত্রই তাঁর উপর রে রে করে উঠেছেন অনেকে। অন্য দিকে কেউ কেউ আবার তারিফ করেছেন তাঁর সাহসের। তবে নিন্দকদের সমালোচনায় কী উত্তর দেবেন উরফি?
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho