জয়পুরহাটের ক্ষেতলালে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসেবে রাসায়নিক ও জৈব সার, সবজি বীজ এবং বিভিন্ন ফলজ গাছের চারাসহ বাগান রক্ষা ও সংরক্ষণ করতে নেট জাল বিতরণ করা হয়েছে।
৮ (ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে ৭৮ জন কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম আকন্দ, আজিজার রহমান, এস কে মুকুল, আখতারুজ্জামান তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।