
ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের সাথে প্রথমবারের মতো বিরাট কোহলিদের হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে ছিলো লিটন দাসের দল। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ভারতের দেওয়া ৪১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮২ রানেই অল আউট হয়ে গেছে টাইগাররা। ফলে ২২৭ রানের বিশাল এক জয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে বাংলাদেশকে উড়িয়ে দিলো ভারত। তাতে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ এড়াল দলটি।
দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিষাণের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি এবং তিন বছর পর বিরাট কোহলির ওয়ানডে শতকে ভর করে একদিনের ম্যাচে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ভারত। ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে সফরকারীরা।
ভারতের দেয়া পাহাড়সম রান টপকাতে অসাধ্য সাধন করতে হতো বাংলাদেশকে। রান তাড়ায় শুরুটা অবশ্য খারাপ হয়নি। প্রথম চার ওভারে দুই ওপেনার সংগ্রহ করেছিলেন ৩৩ রান। তবে এরপর ভারতীয় অধিনায়ক কৌশলে বদল এনেই সাফল্য পেলেন। পেসারদের সহজেই খেলছেন দেখেই হয়তো স্পিনার আনেন রাহুল। প্রথম বলেই মেলেই উইকেট।
অক্ষর প্যাটেলের বলে ক্যাচ দিয়ে ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন এনামুল হক। ধারাবাহিকভাবে ব্যর্থ বিজয় আজও হতাশ করলেন। সেই সঙ্গে দলে নিজের জায়গাটাকেও প্রশ্নবিদ্ধ করলেন। এর আগে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪, দ্বিতীয় ম্যাচে তিনি আউট হয়েছিলেন ১১ রানে। ক্রমাবনতির ধারায় এবার ৮ রানে আউট হলেন তিনি। বিজয়ের পর বেশিক্ষণ টিকলেন না লিটনও। বোলারদের ওপর চড়াও হতে গিয়ে মোহাম্মদ সিরাজের বলে কাটা পড়লেন। শার্দুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৯ বলে চারটি ও একটি ছক্কায় ২৯ রান করেন লিটন।
অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম নিজেকে হারিয়ে খুঁজছেন যেন। অক্ষর প্যাটেলের বলে অফ স্টাম্পের বাইরে গিয়ে সুইপ করার মাশুল দিলেন। ১৩ বল খেলে ৭ রান করে আউট হয়ে গেলেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রান তোলাতেও মন্থর গতি। চারশ ছাড়ানো রান তাড়ায় যে শুরু প্রয়োজন সেটা পায়নি বাংলাদেশ। স্বাগতিকদের রান একশ পেরিয়েছিল ১৯তম ওভাবে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখছিলেন সাকিব। সমর্থকদের আশা বাড়ছিল তাকে ঘিরে। তবে কুলদিপ যাদবের শিকার হয়ে ফিরতে হলো তাকেও। ৫০ বরে চারটি চারে ৪৩ রান করেন সাকিব।
আগের দুই ম্যাচে বাংলাদেশকে বিপর্যয় থেকে টেনে তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া দলকে আজ আর টানতে পারলেন না । শার্দুল ঠাকুরের বলে এক্সট্রা কাভারে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পড়লেন তিনি। সিরিজে আউট হলেন প্রথমবারের মতো। তার বিদায়ে সব আশাও শেষ হয়ে গিয়েছিল। হারের ব্যবধানটা কততে গিয়ে ঠেকে অপেক্ষা ছিল সেটির।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। এছাড়া দুটি করে উইকেট উমরান মালিক ও অক্ষর প্যাটেলের দখলে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho