
ঘূর্ণিঝড় ‘মানদৌসের’ প্রভাব না কাটতেই নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। শনিবার (১০ ডিসেম্বর) রাতে আনন্দবাজার পক্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি অনুকূল হলে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে নতুন এই ঘূর্ণিঝড়টি।
আলিপুর আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটি কতটা শক্তিশালী হবে, ঘূর্ণিঝড় হবে কিনা, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
আবহাওয়া অধিদফতর আরো জানায়, ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। সেদিকে নজর রাখছে তারা। যদিও ঘূর্ণিঝড় তৈরি হবেই- এমন কথা নিশ্চিতভাবে কেউ বলেননি।
এর আগে, শুক্রবার গভীর রাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মানদৌস। ঘূর্ণিঝড়টির গতি ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। তার প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হয়েছে।
রাজ্যের শীর্ষ কর্মকর্তা গগনদ্বীপ সিংহ জানিয়েছেন, ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের কারণে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার গভীর রাতে আঘাত হানে। এতে ১৮৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho