
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় শালবাহান ইউনিয়নের বরাদ্দকৃত বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫- ডিসেম্বর) তেতুলিয়া উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে প্রণোদনার ভুট্টা বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ কৃত প্রণোদনার ভুট্টা বীজ বিতরণে অনিয়মের অভিযোগ করেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম। এ-সময় তিনি বলেন, আমার ইউনিয়নে ৫০ জন কৃষকের মাঝে সরকারি ভাবে ভুট্টা বীজ ও সার বিতরণ করার কথা । আমি সেই অনুপাতে ৫০ জন কৃষকের তালিকা তৈরি করি। কিন্তু আমি কৃষকদের নামের তালিকা নিয়ে আসার পূর্বে আমার ইউনিয়নের দ্বায়িত্বে থাকা উপ-সহকারি কৃষি কর্মকর্তা বীজ বিতরণ শেষ করে দিয়েছে । আমি উপজেলা কৃষি অফিসে এসে বীজ উত্তোলন কারী কৃষকদের তালিকা চাইলে বিভিন্নভাবে কালক্ষেপন করছেন। আমি দুইটার দিকে কৃষি অফিসে এসে তালিকাচাই কিন্তু এখন (রাত ৮ টা) আমার কাছে একটা তালিকা দিল।যেটা মাস্টার রোল করা নয়। এসময় তিনি তালিকা থেকে জনৈক বীজ উত্তোলন কারী কৃষককে ফোন করলে অপরদিক থেকে শোনা যায় আমি বীজ পাইনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান আমি ওনাকে (চেয়ারম্যান) কে ফোনে না পেয়ে প্রণোদনার বীজ বিতরণ করে দেই। পরে তাকে( উপ-সহকারী কৃষি কর্মকর্তা) তড়িঘড়ি করে তালিকা তৈরি করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের নিয়ে মন্তব্য করে ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমরা সমাধানের চেষ্টা করছি। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, সার ও ভুট্টার বিষয়টি মৌখিকভাবে শালবাহান ইউপি চেয়ারম্যান অবহিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho