
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের মতো এ টেস্টের দলেও নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশের হয়ে নাসুম এখন পর্যন্ত ৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে এতদিন টেস্ট দলে ডাকা হয়নি তাকে। ঢাকা টেস্টের জন্য এবার দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। নাসুম ডাক পেলেও চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন দুই পেসার এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। এবাদত প্রথম টেস্টে খেললেও শরিফুল সুযোগ পাননি।
প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন ওপেনার জাকির হাসান। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি। এ ছাড়াও আছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলিরা। ইয়াসির আলি প্রথম টেস্টে মোটেই ভালো করতে পারেননি। এক ইনিংসে ৪ ও অন্য ইনিংসে ৫ রান করেছিলেন তিনি।
দলে আছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলামরাও। পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও রেজাউর রহমান।
প্রসঙ্গত, মিরপুরে দুদলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান ও রেজাউর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho