
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি করতে তোড়জোড় শুরু করে দিয়েছে পিএসজি। প্যারিসিয়ানরা আরও এক মৌসুম অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দিতে চায় বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখনও দল পাননি। শেষমেশ হয়তো সৌদি আরবের ক্লাব আল-নাসেরেই যাচ্ছেন সিআরসেভেন।
৩৫তম বছরে এসে এই তারকা আছেন দারুণ ফর্মে। গোল করছেন, গোল করাচ্ছেন। এই ছন্দ নিয়েই ইউরোপের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলে যেতে চান। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান বলছে, ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। এ বিষয়ে দুপক্ষই মৌখিক সম্মতিতে পৌঁছেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমটির দাবি, বিশ্বকাপ চলাকালীনই মেসির সঙ্গে আলোচনা সেরে নিয়েছে ক্লাবটি। আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে নাকি রাজিও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে, বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা নিশ্চিত করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের সঙ্গে সম্পর্কের ইতি টানা পর এখন দলবিহীন সিআরসেভেন। বিশ্বকাপ শেষ করে রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন করা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, হয়তো পুরোনো ক্লাবেই আবার ফিরবেন তিনি। কিন্তু তাকে দলে ভেড়ানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি রিয়াল।
তবে, ইউনাইটেড ছাড়ার পর থেকেই পর্তুগিজ এই সুপারস্টারকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সৌদি ক্লাব আল-নাসের। প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব করেছে সৌদির এই ক্লাবটি। হয়তো শেষমেশ এ ক্লাবেই দেখা যাবে সিআরসেভেনকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho