
১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ ব্যবসায়ীদের সংগঠিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে প্রথম যশোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের সুসংগঠিত করার বিকল্প নেই। এক ঝাঁক তরুণকে নিয়ে কাজ করা জেসিআই’র পথচলাকে তিনি স্বাগত জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহকারী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন, জেসিআইয়ের কেন্দ্রীয় সভাপতি নেওয়াজ মোর্শেদ ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল।
স্বাগত বক্তৃতা করেন জেসিআইয়ের ফাউন্ডার চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন। অনুষ্ঠানে জেসিআই যশোর জেলা পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। এখানে সভাপতি হয়েছেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান। এছাড়া, নির্বাহী সহসভাপতি শেখ সুবর্ণা রসুল, সহসভাপতি জুবায়ের আক্তার, রেদওয়ান আলম চৌধুরী, মহাসচিব শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, সাধারণ আইনি পরামর্শক ওমর সাইফ হৃদয়, স্থানীয় পরিচালক তৈমুর রেজা, আরাফাত হোসেন, নাহিদ হাসান, ফারহানা শাহরিন ফারিয়া। পর্ষদের চারজন চেয়ারপার্সন হলেন, ফয়সাল মুকুট, ইফতেখার আলম, আসিফ রহমান জুম্মন ও নাহিন সিদ্দিকী অনিক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho