
ইরানি কোচ আলিপোর আরজি আসার পর থেকে দেশের ভলিবলে একটু একটু করে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আন্তর্জাতিক আসরগুলোতে আগের চেয়ে ইতিবাচক পারফরমেন্স লাল-সবুজ দলের। এর আগে সেন্ট্রাল জোনের সিনিয়রদের আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজ তো অনূর্ধ্ব-২৩ দলের শিরোপা প্রথমবার জিতে উৎসব করেছেন সুজন-সজীবরা।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েই সবাই মিলে ইরানি কোচ আলিপোর আরজিকে শুন্যে উঠিয়ে উৎসবে মেতেছে।
দলের অন্যতম খেলোয়াড় রেদোয়ানুর রহমান উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন,‘আমার ক্যারিয়ারে সেরা অর্জন এটা। এখন ভাবতেও অবাক লাগছে। আসলে শুরুর সেট জিতে নিজেদের কিছু ভুলে পিছিয়ে পড়ি। এরপর তা শুধরিয়ে ম্যাচে ফিরেছি। ফাইনালও জিতে নিয়েছি। আমরা অনেক খুশি।’
চার দেশের টুর্নামেন্টে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিকদের শেখ ইসমাইল হোসেন। সেরা সেটার আল আমিন ও সেরা লিবারো মো. শাওন আলী এবং টুর্নামেন্ট সেরা কিরগিজস্তানের জিয়ানবেক উলু ।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সেনাপ্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন খুবই কঠিন। তা করে দেখিয়েছে ভলিবল ফেডারেশন। এ জন্য তাদেরকে ধন্যবাদ। গৌরবের বিজয়ের মাস। এ মাসে শিরোপা জেতায় ধন্যবাদ জানাই খেলোয়াড়দের। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে খেলাধূলাকেও সমান গুরুত্ব দিয়েছেন। এ জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।’
তিনি যোগ করেন, ‘ফাইনালের দুটি দলই অসাধারণ খেলেছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশকে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho