
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরতে চেলসি মুখোমুখি হতে যাচ্ছে বোর্নমাউথ এফসির। নিজেদের মাটিতে জয় তুলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য ব্লুদের। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় শুরু হবে দুদলের লড়াই।
বিশ্বকাপ বিরতির আগে প্রিমিয়ার লিগে সময়টা একেবারেই ভালো কাটেনি চেলসির। টানা ৫ লিগ ম্যাচে জয়বঞ্চিত হয়েছে ব্লুরা। সবশেষ সেইন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল চেলসি। থমাস টুখেলের পর নতুন কোচ গ্রাহাম পোটার নতুনভাবে উজ্জীবিত করার চেষ্টা করছেন দলকে। সেক্ষেত্রে স্ট্যামফোর্ড ব্রিজে চলতি মৌসুমের পরিসংখ্যান বাড়তি অনুপ্রেরণা যোগাতে পারে চেলসিকে। কারণ ঘরের মাটিতে লিগে চেলসির আছে ৩ জয়, ২ ড্র, আর এক হার।
চেলসি এ ম্যাচে অ্যাটাকিংয়ে পাচ্ছে না ইনজুরি আক্রান্ত আরমান্দো ব্রোজাকে। বিশ্বকাপের বিরতি কাটিয়ে এখনো বিশ্রামে আছেন মরক্কোর হাকিম জিয়েশ আর ক্রোয়েশিয়ার ম্যাতেও কোভাচিচ। এদিকে এনগোলো কান্তে, ওয়েসলি ফোফানা, বেন চিলওয়েল, রুবেন লোফটাস চিক সবাই ইনজুরিগ্রস্ত। তবে স্বস্তির খবর হচ্ছে, ফিট হয়ে ফিরেছেন ম্যাসন মাউন্ট, কেপা আরিজাবালাগা। এ ছাড়া আক্রমণভাগে কোচ ভরসা রাখছেন অবামেয়াংয়ে। আর রাহিম স্টালিংও ফিরছেন বেস্ট ইলেভেনে।
অন্যদিকে, বোর্নমাউথ চেলসির বিপক্ষে শেষ তিন লিগ ম্যাচে আছে অপরাজিত। ২০১৮ সালের পর লিগে বোর্নমাউথের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্লুরা। তবে, বোর্নমাউথের অ্যাওয়ে ম্যাচের ফলাফলটা মোটেও ভালো নয়। হেরেছে চার ম্যাচ, জিতেছে একটি আর ড্র হয়েছে দুটিতে। তবে কিয়েফার মুরে, ফিলিপ বিলিং, ডমিনিক সোলাঙ্কে চলতি মৌসুমে আছেন দারুণ ফর্মে। তারা নিশ্চয়ই চাইবেন এ ম্যাচে স্কোর করে জয় তুলে নিতে।
লিগে সবশেষ দু’দলের দেখায় ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ম্যাচটিতে চেলসির হয়ে জোড়া গোল করেছিলেন মার্কোস আলোনসো। আর সে ম্যাচে বোর্নমাউথের হয়ে গোল করেছিলেন জেফারসন ও জসুয়া কিং।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho