
রাজধানীর পল্লবী থানা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মামলার চার্জশিট গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এদিকে আজ নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় রিজভীকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় রিজভীকে। তবে পল্লবী থানার এ মামলায় পলাতক রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পল্লবী থানার মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় রিজভীসহ বিএনপির ৬৯ নেতাকর্মী পুলিশকে হত্যার উদ্দেশ্যে তিন-চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
২০২২ সালের ২৯ জুন পল্লবী থানার এসআই নূরে আলম সিদ্দিকী বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে রিজভীসহ ৬৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে রিজভীসহ ১৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।
এর মধ্যে ছয়জন জামিন নেন। আজ রিজভীসহ সাতজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ ছাড়া বিস্ফোরক আইনের মামলার চার্জশিট দেখিলাম বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho