
যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই ভোটে জয়ী হয়েছেন মনোতোষ বসু । তিনি পেয়েছেন ৩২ ভোট। ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন বিদায়ী সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইমাম বাবুল পেয়েছেন ৩০ ভোট।
এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রদীপ ঘোষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল পেয়েছেন ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ কবীর পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী সফিক সাইদ পেয়েছেন ৪৪ ভোট । তার প্রতিদ্বন্দ্বী ডিএইচ দিলশান পেয়েছেন ১৬ ভোট। সদস্য দুই পদে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে জয়ন্ত বসু ও ২৫ ভোট পেয়ে রেজাউল করিম রুবেল জয়ী হয়েছেন। এ এই পদে অপরপ্রার্থী প্রার্থী মিরাজুল কবীর টিটো পেয়েছেন ১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৬৫ ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, এ্যাডভোকেট বাসুদের বিশ্বাস, এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও অ্যাডভোকেট শাহারিয়ার বাবু। দুপুর আড়াইটায় তারা এ নির্বাচনী ফলাফল প্রকাশ করেন।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাবের উৎসবের আমেজ সৃষ্টি হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হলেও সকল সাংবাদিক সংগঠন ও নবীন-প্রবীণসহ সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব যশোরে মিলন মেলায় পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho