
ব্রাজিলিয়ান কিংবদন্তি মাঠে যতটা চর্চিত ছিলেন, মাঠের বাইরেও ঠিক ততটাই আলোচনা হয় তাঁকে নিয়ে। বর্ণময় কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাধিক গোল দিয়েছেন পেলে। মোট তিন বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পেলে।
ফুটবল সম্রাট পেলের প্রথম স্ত্রী ছিলেন রোজমেরি দস রেইস চোলবি। ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। এর ঠিক ১৬ বছর পর, ১৯৮২ সালে তাঁদের ডিভোর্সও হয়ে যায়।
পেলের ও তাঁর প্রথম স্ত্রী রোজমেরির তিন সন্তান রয়েছে। তাঁরা হলেন, এডিনহো, কেলি ক্রিস্টিনা নাসিমেন্টো এবং জেনিফার নাসিমেন্টো।ব্রাজিলিয়ান কিংবদন্তিতাঁর প্রথম স্ত্রী-এর সঙ্গে বিচ্ছেদের ১২ বছর পর, দ্বিতীয় বার বিয়ে করেন। তাঁর দ্বিতীয় ছিলেন স্ত্রী জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা অ্যাসিরিয়া নাসিমেন্টো। ১৪ বছর পর, ২০০৮ সালে তাঁদেরও ডিভোর্স হয়ে যায়।পেলে এবং অ্যাসিরিয়া নাসিমেন্টোর দুই যমজ সন্তান হয়। তাঁদের নাম জোশুয়া নাসিমেন্টো এবং সেলেস্তে নাসিমেন্টো।৭৫ বছর বয়সে তৃতীয় বারের জন্য বিয়ে করেন পেলে। মার্সিয়া চিবেলে আওকি, পেলের জাপানি স্ত্রী। তিনি সফল ব্যবসায়ীও। পেলে ও আওকির কোনও সন্তান নেই।
তিন স্ত্রী ছাড়াও আরও দুই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন পেলে। তাঁদের সঙ্গে সম্পর্কে থাকাকালীন আরও দুই সন্তান হয় পেলের। এক গৃহপরিচারিকার সঙ্গে সম্পর্ক থেকে পেলের যে সন্তানের জন্ম হয়, তিনি সান্দ্রা মাচাদো। তাঁকে পেলের পিতৃপরিচয় পাওয়ার জন্য আইনি পথে হাঁটতে হয়েছিল। তিনি যে পেলেরই সন্তান তার প্রমাণের জন্য ডিএনএ টেস্টও করা হয়েছিল। অবশেষে প্রমাণিত হয়েছিল, তিনি পেলেরই সন্তান। ২০০৬ সালে সান্দ্রা অবশ্য ক্যান্সারে মারা যান। পেলের আর এক সন্তানের নাম ফ্লাভিয়া কার্টজ। ১৯৬৮ সালে সাংবাদিক লেনিটা কার্টজের সঙ্গে বিবাহবহির্ভূক সম্পর্কে জড়িয়েছিলেন পেলে। তাঁদের সন্তানই ফ্লাভিয়া। পাঁচটি নিজের সন্তানের পাশাপাশি দুই 'অবৈধ'-সন্তানও রয়েছে পেলের। উল্লেখ্য, ব্রাজিলিয়ান কিংবদন্তির সকল সন্তানের মধ্যে বেশ ভালোই ভাব রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho