শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

চট্টগ্রাম নগরীর মোহরা এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বাদে মাগরিব থেকে মোহরাস্থ পুরাতন জান আলী চৌধুরী হাট জামে মসজিদের দক্ষিণ পাশ্বে, এ.এল.খান সড়ক প্রাঙ্গণে এ ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়।
মুহাম্মদ আবিদ সুলতান মুরাদ এর সঞ্চালনায় মাওলানা মোরশেদুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে এই আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আল্লামা এস এম বোরহান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে ছিলেন মাওলানা ফখরুদ্দিন আল- কাদেরী,
নাতে মূস্তফা (দ.) পরিবেশ করেন শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর ও শায়ের মুহাম্মদ শহিদুল ইসলাম মিনহাজ সহ শত শত আশেকানে রাসূল (দ.)।
অনান্যদের মধ্যে ছিলেন রায়হান উজ্জ্বল,রিপন, মোহাম্মদ রাকিব, সাজ্জাদ, ইলহাম, শাহিন,আবিদ হোসেন আদিল, ফরহাদ, সাহেদ, ইউসুফ, তারেক, আরাফাত,রাকিবুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ
ইসলামিক রীতিনীতি অনুসরণ করে বাদে আছর হতে পবিত্র কোরআন খতম, খতমে গাউছিয়া, নাতে মূস্তফা (সা.) এবং মিলাদ মাহফিল এবং মুহাম্মদ আবিদ সুলতান মুরাদ এর মিলাদ, কিয়াম ও তবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

ব্যাংকের টাকা নয়ছয় করে আল-আমিন এখন বিপুল সম্পদের মালিক

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

প্রকাশের সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

চট্টগ্রাম নগরীর মোহরা এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বাদে মাগরিব থেকে মোহরাস্থ পুরাতন জান আলী চৌধুরী হাট জামে মসজিদের দক্ষিণ পাশ্বে, এ.এল.খান সড়ক প্রাঙ্গণে এ ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত হয়।
মুহাম্মদ আবিদ সুলতান মুরাদ এর সঞ্চালনায় মাওলানা মোরশেদুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে এই আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আল্লামা এস এম বোরহান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে ছিলেন মাওলানা ফখরুদ্দিন আল- কাদেরী,
নাতে মূস্তফা (দ.) পরিবেশ করেন শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর ও শায়ের মুহাম্মদ শহিদুল ইসলাম মিনহাজ সহ শত শত আশেকানে রাসূল (দ.)।
অনান্যদের মধ্যে ছিলেন রায়হান উজ্জ্বল,রিপন, মোহাম্মদ রাকিব, সাজ্জাদ, ইলহাম, শাহিন,আবিদ হোসেন আদিল, ফরহাদ, সাহেদ, ইউসুফ, তারেক, আরাফাত,রাকিবুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ
ইসলামিক রীতিনীতি অনুসরণ করে বাদে আছর হতে পবিত্র কোরআন খতম, খতমে গাউছিয়া, নাতে মূস্তফা (সা.) এবং মিলাদ মাহফিল এবং মুহাম্মদ আবিদ সুলতান মুরাদ এর মিলাদ, কিয়াম ও তবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।