
পর্তুগিজ অভিনেত্রী মার্গারিদা কোরচেইরোর প্রেমে মজেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাদের সম্পর্ক নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।
ইনস্টাগ্রামে মার্গারিদা লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, পত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কোনো কিছুই আমি পড়ি না। প্রথম কারণ- ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায়, সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ- সেগুলো যেহেতু মিথ্যা, তাই পড়ার কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও লেখেন, ‘একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা ঠিক না। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’
প্রসঙ্গত, মার্গারিদার প্যারিস ভ্রমণ ঘিরেই ঘটনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করতেন নেইমার। তার বিভিন্ন ছবিতে রিয়্যাক্ট করতেও দেখা যেত এই তারকা ফুটবলারকে। মার্গারিদাও নেইমারের পোস্টে লাইক দিতেন। যে কারণে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে মার্গারিদাকে আনফলো করে দিয়েছেন নেইমার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho