প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৩, ১০:৫৮ এ.এম
১২ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানান, শনিবার সন্ধ্যা থেকে আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১০টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে ওই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে রোববার সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল শুরু হয়।
তিনি বলেন, মাঝনদীতে আটকেপড়া ছোট-বড় ৭টি ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে ঘাটে কোনো যানজট নেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho