শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এক মাছের দাম ৮ লাখ টাকা!

সুন্দরবনের দুবলার চরের বঙ্গোপসাগরে জেলের জালে ২৩ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটির দাম হাঁকা হয় আট লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাছটি খুলনার রূপসা নদীর পশ্চিম তীরে রূপসা কেসিসি পাইকারি আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সে বিক্রির জন্য আনেন জেলে মাসুম বিল্লাহ। তিনি সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা।

এদিকে বড় মুখের ভোল মাছটি একনজর দেখতে ওই আড়তে ভিড় করছেন অনেকেই।
জেলে মাসুম বিল্লাহ বলেন, ১০ জানুয়ারি ভোরে সুন্দরবনের দুবলার চরের বঙ্গোপসাগর থেকে মাছটি ভেহেন্দিজালে ধরা পড়ে। মাছটির প্রথম দাম হয়েছিল ৪০ হাজার টাকা কেজি। সে হিসাবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে সিন্ডিকেট করে ওরা দাম কমিয়েছে বলে মাছ বিক্রি না করে এই বাজারে এনেছি। তবে এখানে মাছটির দাম চট্টগ্রামের মাছের আড়তে যাচ্ছি।
কেসিসি রূপসা পাইকারি মাছ বাজার সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জন্দু বলেন, সমুদ্রের সোনাখ্যাত ভোল মাছের চাহিদা অনেক, স্বাদেও বেশ।এটি একটি দুষ্প্রাপ্য মাছ। তবে বেশ কয়েক বছর আগে এ আড়তে একটি ভোল মাছ উঠেছিল।

এক মাছের দাম ৮ লাখ টাকা!

প্রকাশের সময় : ১২:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

সুন্দরবনের দুবলার চরের বঙ্গোপসাগরে জেলের জালে ২৩ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটির দাম হাঁকা হয় আট লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাছটি খুলনার রূপসা নদীর পশ্চিম তীরে রূপসা কেসিসি পাইকারি আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সে বিক্রির জন্য আনেন জেলে মাসুম বিল্লাহ। তিনি সাতক্ষীরার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা।

এদিকে বড় মুখের ভোল মাছটি একনজর দেখতে ওই আড়তে ভিড় করছেন অনেকেই।
জেলে মাসুম বিল্লাহ বলেন, ১০ জানুয়ারি ভোরে সুন্দরবনের দুবলার চরের বঙ্গোপসাগর থেকে মাছটি ভেহেন্দিজালে ধরা পড়ে। মাছটির প্রথম দাম হয়েছিল ৪০ হাজার টাকা কেজি। সে হিসাবে তখন দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে সিন্ডিকেট করে ওরা দাম কমিয়েছে বলে মাছ বিক্রি না করে এই বাজারে এনেছি। তবে এখানে মাছটির দাম চট্টগ্রামের মাছের আড়তে যাচ্ছি।
কেসিসি রূপসা পাইকারি মাছ বাজার সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জন্দু বলেন, সমুদ্রের সোনাখ্যাত ভোল মাছের চাহিদা অনেক, স্বাদেও বেশ।এটি একটি দুষ্প্রাপ্য মাছ। তবে বেশ কয়েক বছর আগে এ আড়তে একটি ভোল মাছ উঠেছিল।