প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ৩:১৮ পি.এম
দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাওলানা আব্দুস ছালাম ৬ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস ছালামকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
এই নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে মাওলানা আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত ফলাফল শিটে দেখা গেছে, নির্বাচনে মোট বৈধ ভোট গৃহীত হয়েছে ১০ হাজার ১৯১টি। কোন ভোট বাতিল হয়নি। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে মাওলানা আব্দুস ছালাম পেয়েছেন ৬ হাজার ২৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট ওইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান পেয়েছেন এক হাজার ১৪২ ভোট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho