জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখেছিলেন মারুফা আক্তার, দিশা বিশ্বাসরা। তাদের সেই স্বস্তি উবে যেতে বসে রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারিয়ে।
তবে দারুণ ব্যাটিংয়ে দলকে কক্ষপথে রাখলেন আফিয়া প্রত্যাশা ও দিলারা আক্তার। পরে সুমাইয়া আক্তারের ঝড়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে অনায়াসে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করলো বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বেননিতে শনিবার (১৪ জানুয়ারী) আসরের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১৩০ রানে থামিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা ১৩ বল বাকি থাকতে।