শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২ লক্ষাধিক টিকিট বিক্রি পাঠানের, প্রথম সপ্তাহে আয় হবে ৩০০ কোটি রুপি!

শুরু হয়ে গিয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির অ্যাডভান্সড বুকিং। ২০ জানুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা ছিল। তবে খুলে যায় তার এক দিন আগেই। এরই মধ্যে দেশের অন্যতম বড় সিনেমা চেইনগুলো এক লক্ষাধিক টিকিট বুক করেছে। ট্রেড এক্সপার্টসদের মতে, প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি রুপি সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান। প্রথম সপ্তাহে তা ভারতে ১৫০-২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করতে পারে।

এ ছাড়া ভারতের বক্স অফিসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের স্ট্যাটাস অনুযায়ী, পাঠানের প্রথম দিনের রেকর্ড বাহুবলী-২-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন খুব সহজেই ভেঙে দেয়ার পথে রয়েছে।

শনিবার দুপুরের রিপোর্ট অনুযায়ী টিকিট বিক্রির সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে৷ ফিল্ম এক্সিবিউটর অক্ষয় রথিরও বিশ্বাস, পাঠান প্রথম সপ্তাহেই ১০০-১৫০ কোটির ঘর ছুঁয়ে ফেলবে। সঙ্গে পাঁচ দিনের টানা ছুটি, এ সিনেমার জন্য বেশ বড় একটা সুযোগ।

তবে এই বিপুল আর্থিক সংগ্রহের একটা বড় কারণ হলো পাঠানের টিকিটের মূল্য বেশ বাড়ানো আছে। তবে এটা অস্বীকার করা যায় না যে আছে শাহরুখ ম্যাজিকও। ৪৯ মাস পর পর্দায় ফিরবেন কিং খান। শেষ তাকে দেখা গিয়েছিল আনন্দ এলো রাইয়ের জিরোতে। সঙ্গে এই ছবিতে একদম না দেখা অ্যাকশন মুডে আসবেন দীপিকাও। নায়ক জন এখানে ভিলেন। সালমান খান থাকবেন টাইগার হিসেবে। এ ছাড়া হৃতিকের থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

সূত্র: কইমই ডটকম

ইসরায়েল ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়,তার জবাব হবে কঠোর-ইরানের প্রেসিডেন্ট

২ লক্ষাধিক টিকিট বিক্রি পাঠানের, প্রথম সপ্তাহে আয় হবে ৩০০ কোটি রুপি!

প্রকাশের সময় : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

শুরু হয়ে গিয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির অ্যাডভান্সড বুকিং। ২০ জানুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা ছিল। তবে খুলে যায় তার এক দিন আগেই। এরই মধ্যে দেশের অন্যতম বড় সিনেমা চেইনগুলো এক লক্ষাধিক টিকিট বুক করেছে। ট্রেড এক্সপার্টসদের মতে, প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি রুপি সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান। প্রথম সপ্তাহে তা ভারতে ১৫০-২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করতে পারে।

এ ছাড়া ভারতের বক্স অফিসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের স্ট্যাটাস অনুযায়ী, পাঠানের প্রথম দিনের রেকর্ড বাহুবলী-২-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন খুব সহজেই ভেঙে দেয়ার পথে রয়েছে।

শনিবার দুপুরের রিপোর্ট অনুযায়ী টিকিট বিক্রির সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে৷ ফিল্ম এক্সিবিউটর অক্ষয় রথিরও বিশ্বাস, পাঠান প্রথম সপ্তাহেই ১০০-১৫০ কোটির ঘর ছুঁয়ে ফেলবে। সঙ্গে পাঁচ দিনের টানা ছুটি, এ সিনেমার জন্য বেশ বড় একটা সুযোগ।

তবে এই বিপুল আর্থিক সংগ্রহের একটা বড় কারণ হলো পাঠানের টিকিটের মূল্য বেশ বাড়ানো আছে। তবে এটা অস্বীকার করা যায় না যে আছে শাহরুখ ম্যাজিকও। ৪৯ মাস পর পর্দায় ফিরবেন কিং খান। শেষ তাকে দেখা গিয়েছিল আনন্দ এলো রাইয়ের জিরোতে। সঙ্গে এই ছবিতে একদম না দেখা অ্যাকশন মুডে আসবেন দীপিকাও। নায়ক জন এখানে ভিলেন। সালমান খান থাকবেন টাইগার হিসেবে। এ ছাড়া হৃতিকের থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

সূত্র: কইমই ডটকম