মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের সংক্ষিপ্ত খবরা খবর

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ৭০

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৬

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছথেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, শনিবার সন্ধার পর ডিবির এসআই সোলাইমান আক্কাসের নেতৃত্বে একটি টিম শহরের বারান্দিপাড়া নাথপাড়ায় অভিযান চালিয়ে মওদুদুর রহমান রানা ওরফে মনাকে আটক করে। আটক রানা খালধার রোড এলাকার মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। এসময় তার কাছথেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
একইদিন বিকেলে যশোর সদর উপজেলার ডাকাতিয়া দক্ষিনপাড়া থেকে এসআই শাহনুর রহমানের নেতৃত্বে একটি টিম দুইজনকে ৫শ’গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন, ওই গ্রামের বাবর আলীর ছেলে হুমায়ন কবির মাসুদ ও মৃদ মকবুল হোসেনের ছেলে ফরিদ আহম্মদ।
এছাড়া ওইদিন রাত নয়টায় এসআই রইচ আহমেদের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযানে যশোর সদরের রাজারহাট থেকে আরও তিনজনকে মাদকসহ আটক করা হয়। তারা হলেন, মুড়লি খাঁ পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলী ডাবলু, নড়াইল জেলার সদর উপজেলার তুলারামপুর গ্রামের নবির শেখের ছেলে নয়ন শেখ ও যশোর সদরের ঝুমঝুমপুর চান্দের মোড়ের রিপন হোসেনের ছেলে সাগর হোসেন। তাদের মধ্যে নয়ন শেখ বর্মানে যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে বসবাস করেন।এসময় তাদের কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় কোতোয়ালি থানায় তিনটি মামলা করা হয়েছে।#
বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ
 বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে চাঁচড়া কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
যশোর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান মিন্টু সহ-সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর সাইফুল ইসলাম তুহিন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, আবুল হোসেন খান যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, রাসেল হোসেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা, হাওয়ালাদ রনী যশোর জেলা ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি, ইমন হোসেন প্রমুখ যশোর জেলা ছাত্রলীগের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক।#
ছাদ থেকে পড়ে মৃত্যুর সন্ধিক্ষণে শিশু আকাশ
৮ বছরের শিশু আকাশ মসজিদের ছাদ থেকে পড়ে গিয়ে এখন মৃত্যুর সন্ধিক্ষণে। দুইদিন হলো সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে। মাথায় প্রচন্ড আঘাত এবং রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক পরিস্থিতি ভাল না।
আকাশের চাচা ফিরোজ আলম জানিয়েছেন, যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন আকাশ ও তার মা। আকাশের পিতা সিরাজুল ইসলাম মাস দ্ইুয়েক আগে মারা গেছেন। তার মা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। চোপদারপাড়া মসজিদের পাশের একটি দোতলা বাড়িতে শুক্রবার কাজ করতে যায় তার মা। সে সময় আকাশ অসাবধান বসত বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়। সে মাথায় প্রচন্ড আঘাত পায়। সাথে সাথে তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, আকাশের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার মাথায় রক্ত জমে আছে। তার উপযুক্ত চিকিৎসা যশোরে সম্ভব না। ফলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। শুক্রবার তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আটেতন অবস্থায় পড়ে আছে আকাশ। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার গরিব মা জোগাড় করতে পারছেন না। তাই তিনি সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। ছোট ছোট সহযোগিতায় যদি সাধারণ মানুষ এগিয়ে আসে তাহলে তার শিশু সন্তানকে বাঁচানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আকাশের জন্য সাহায্যের ঠিকানা-ফিরোজ আলম, মায়ের দোয়া জুয়েলার্স, বেজপাড়া তালতালার মোড়, যশোর। বিকাশ নম্বর-০১৯৩৭-৫৮৬৮১৯।#
যশোরে পূর্ব শত্রুতার জেরে শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা
সদর উপজেলার ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে শান্ত (১৬) নামে এক শিশুকে গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে কিলঘুষি মারার এক পর্যায় ছুরিকাঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার ২১ জানুয়ারী রাতে মামলাটি করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা নাথপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ জোসনা বেগম। আসামী করা হয়েছে অজ্ঞাতনামা। মামলায় বাদি উল্লেখ করেন, তার শিশু ছেলে শান্ত ঝুমঝুমপুর শিল্পী গিফট কারখানায় নাইট ডিউটির কাজ করে। গত ১৯ জানুয়ারী শান্ত বাড়ি হতে তার কাজের উদ্দেশ্যে বাই সাইকেল যোগে গিফট কারখানায় যাওয়ার পথে রাত পৌনে ৯ টায় ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গতিরোধ করে কিলঘুষি মারে। তাদের হাতে থাকা ধারালো চাকু শান্তর বুকে ও পায়ের ডান উরুতে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। শান্তর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর পথচারীরা শান্তকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।#
জনপ্রিয়

যশোরের সংক্ষিপ্ত খবরা খবর

প্রকাশের সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৬

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছথেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, শনিবার সন্ধার পর ডিবির এসআই সোলাইমান আক্কাসের নেতৃত্বে একটি টিম শহরের বারান্দিপাড়া নাথপাড়ায় অভিযান চালিয়ে মওদুদুর রহমান রানা ওরফে মনাকে আটক করে। আটক রানা খালধার রোড এলাকার মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। এসময় তার কাছথেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
একইদিন বিকেলে যশোর সদর উপজেলার ডাকাতিয়া দক্ষিনপাড়া থেকে এসআই শাহনুর রহমানের নেতৃত্বে একটি টিম দুইজনকে ৫শ’গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন, ওই গ্রামের বাবর আলীর ছেলে হুমায়ন কবির মাসুদ ও মৃদ মকবুল হোসেনের ছেলে ফরিদ আহম্মদ।
এছাড়া ওইদিন রাত নয়টায় এসআই রইচ আহমেদের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযানে যশোর সদরের রাজারহাট থেকে আরও তিনজনকে মাদকসহ আটক করা হয়। তারা হলেন, মুড়লি খাঁ পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলী ডাবলু, নড়াইল জেলার সদর উপজেলার তুলারামপুর গ্রামের নবির শেখের ছেলে নয়ন শেখ ও যশোর সদরের ঝুমঝুমপুর চান্দের মোড়ের রিপন হোসেনের ছেলে সাগর হোসেন। তাদের মধ্যে নয়ন শেখ বর্মানে যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে বসবাস করেন।এসময় তাদের কাছ থেকে ৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় কোতোয়ালি থানায় তিনটি মামলা করা হয়েছে।#
বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ
 বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে চাঁচড়া কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
যশোর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাকে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান মিন্টু সহ-সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর সাইফুল ইসলাম তুহিন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, আবুল হোসেন খান যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, রাসেল হোসেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা, হাওয়ালাদ রনী যশোর জেলা ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি, ইমন হোসেন প্রমুখ যশোর জেলা ছাত্রলীগের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক।#
ছাদ থেকে পড়ে মৃত্যুর সন্ধিক্ষণে শিশু আকাশ
৮ বছরের শিশু আকাশ মসজিদের ছাদ থেকে পড়ে গিয়ে এখন মৃত্যুর সন্ধিক্ষণে। দুইদিন হলো সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে। মাথায় প্রচন্ড আঘাত এবং রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক পরিস্থিতি ভাল না।
আকাশের চাচা ফিরোজ আলম জানিয়েছেন, যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন আকাশ ও তার মা। আকাশের পিতা সিরাজুল ইসলাম মাস দ্ইুয়েক আগে মারা গেছেন। তার মা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। চোপদারপাড়া মসজিদের পাশের একটি দোতলা বাড়িতে শুক্রবার কাজ করতে যায় তার মা। সে সময় আকাশ অসাবধান বসত বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়। সে মাথায় প্রচন্ড আঘাত পায়। সাথে সাথে তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, আকাশের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার মাথায় রক্ত জমে আছে। তার উপযুক্ত চিকিৎসা যশোরে সম্ভব না। ফলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। শুক্রবার তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আটেতন অবস্থায় পড়ে আছে আকাশ। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার গরিব মা জোগাড় করতে পারছেন না। তাই তিনি সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। ছোট ছোট সহযোগিতায় যদি সাধারণ মানুষ এগিয়ে আসে তাহলে তার শিশু সন্তানকে বাঁচানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আকাশের জন্য সাহায্যের ঠিকানা-ফিরোজ আলম, মায়ের দোয়া জুয়েলার্স, বেজপাড়া তালতালার মোড়, যশোর। বিকাশ নম্বর-০১৯৩৭-৫৮৬৮১৯।#
যশোরে পূর্ব শত্রুতার জেরে শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা
সদর উপজেলার ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে শান্ত (১৬) নামে এক শিশুকে গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে কিলঘুষি মারার এক পর্যায় ছুরিকাঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার ২১ জানুয়ারী রাতে মামলাটি করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা নাথপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ জোসনা বেগম। আসামী করা হয়েছে অজ্ঞাতনামা। মামলায় বাদি উল্লেখ করেন, তার শিশু ছেলে শান্ত ঝুমঝুমপুর শিল্পী গিফট কারখানায় নাইট ডিউটির কাজ করে। গত ১৯ জানুয়ারী শান্ত বাড়ি হতে তার কাজের উদ্দেশ্যে বাই সাইকেল যোগে গিফট কারখানায় যাওয়ার পথে রাত পৌনে ৯ টায় ঝুমঝুমপুর পিন্টুর মোড়ে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গতিরোধ করে কিলঘুষি মারে। তাদের হাতে থাকা ধারালো চাকু শান্তর বুকে ও পায়ের ডান উরুতে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। শান্তর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর পথচারীরা শান্তকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।#