
বাড়ির বয়স্ক সদস্যদের লক্ষ করলে দেখা যাবে, অনেকেই এক বার বসলে উঠতে পারেন না। আবার বসতে গেলেও সহজে তা পারেন না। বয়স বাড়লে হাঁটুতে ব্যথা হওয়া স্বাভাবিক। অনেকেই ভোগেন এই সমস্যায়। এই হাঁটুর ব্যথা অনেকেই বাতের ব্যথা হিসাবে চেনেন। তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এরই নাম আর্থরাইটিস।
পরিসংখ্যান বলছে, আর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা কয়েক কোটি। তবে পুরুষদের তুলনায় ৬০ বছর এবং তার বেশি বয়সি মহিলারা আর্থ্রাইটিসে বেশি আক্রান্ত হন। আর্থ্রাইটিসের যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক। যে বয়সেই ধরা পড়ুক এই রোগ, নিজের বাড়তি খেয়াল রাখা জরুরি।
চিকিৎসকরা জানাচ্ছেন, কয়েকটি সাবধানতা মেনে চললে ব্যথায় কাতর হয়ে গৃহবন্দী থাকতে হয় না। ব্যথা কমানোর অন্যতম উপায় হল ওজন নিয়ন্ত্রণে রাখা। আর্থ্রাইটিসের সবচেয়ে বড় ওষুধ হল ওজন কমানো। ওজন ঝরানো আর্থ্রাইটিসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ?
১) বেশি নয়, মাত্র ১০ শতাংশ ওজন কমালেই আর্থ্রাইটিসের ব্যথা হাতের মুঠোয় রাখা সম্ভব। হাঁটুর উপর দাঁড়িয়ে থাকে শরীর। ফলে শরীরের ওজন যদি বেশি হয়, বাড়তি ভার সইতে হয় হাঁটুকেই। আর্থ্রাইটিসের আশঙ্কা এতে বাড়ে, সেই সঙ্গে ওষুধ খেয়েও কমতে চায় না ব্যথা। তাই আর্থরাইটিস ধরা পড়লে ওজন নিয়ন্ত্রণে রাখুন।
২) পেশি সচল রাখতেও ওজন কমানো প্রয়োজন। বেশি ওজন হলে শরীরে পেশি তার নিজস্ব স্থিতিস্থাপকতা হারায়। ফলে ব্যথা বেশি হয়। আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশি সচল রাখা জরুরি।
৩) ওজন যদি বেশি হয়, সে ক্ষেত্রে আর্থ্রাইটিসের হাত ধরেই জন্ম নিতে আরও অনেক রোগ। হাড় ক্ষয়ে যাওয়া থেকে শুরু করে হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়া— নেপথ্যে রয়েছে অতিরিক্ত ওজন।
৪) আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় হাঁটুতে অস্ত্রোপচারের দরকার হয়। তা করতেও কিন্তু ওজন রাখতে হবে হাতের মুঠোয়। সূত্র: আনন্দবাজার
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho