বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

যশোরের সংক্ষিপ্ত খবরা খবর

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ২৮

যশোর অভয়নগরে সুব্রত মন্ডল হত্যা মামলার আটক শাকিলের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী

যশোর অফিস যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল হত্যা মামলায় আটক শাকিল সরদার বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি উপজেলার সরখোলা গ্রামের ইয়াসিস সরদারের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিল সরদার জানিয়েছেন এ মামলার আরেক আসামি রাজিব তার ছোটবেলার বন্ধু। সুব্রত মন্ডল হত্যার ১০/১২ দিন আগে রাজিব একটি পিস্তল তার কাছে রাখতে দেয়। কয়েকদিন পর ওই পিস্তল নিয়ে যায়। পরেই জানতে পারেন সুব্রত মন্ডলকে হত্যা করা হয়েছে। এরপরও রাজিবের সাথে তার দেখা হয়েছিলো সেসময় রাজিবের কাছে অনেক টাকাও ছিলো বলে জানান শাকিল সরদার। এছাড়া এ হত্যাকা-ের আগে রাজিব, রাব্বি এবং রাহাত নামে আরো একজনকে প্রায় আলোচনা করতে দেখতেন কিন্তু কি বিষয়ে তা শাকিলকে বুঝতে দিতেন না।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, সুব্রত মন্ডল হত্যাকা-ে জড়িত সন্দেহে শাকিল সরদার ছাড়াও সরখোলা গ্রামের রাকিব মোল্লা ও আমিনুর মোল্লাকে গত মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নিয়েছিলেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে শাকিল সরদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকালে দামুখালী বাজারে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী গুলি চালিয়ে হত্যা করেন মৎস্যঘের ব্যবসায়ী সুব্রত মন্ডলকে। এ ঘটনায় নিহতের ভাই অমৃত মন্ডল অজ্ঞাতনামাদের আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন।#
যশোরে আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
যশোর অফিস
যশোরে আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদার দাবিতে মারপিট ও জখমের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের মৃত শরিয়তুল্লাহ গাজীর ছেলে গোলাম কাদের।
আসামিরা হলেন, একই গ্রামের বাসিন্দা আইনজীবী মাসুদ রানা, আসাদুজ্জামান, মঞ্জুর রহমান, আকবার আলী, মোশারেফ, ফরহাদ হোসেন, লিটন, খোদাবক্স, নাসির ও মুনায়েম। এরআগে আইনজীবী মাসুদ রানা গোলাম কাদেরের বিরুদ্ধে একটি মামলা করেন। এদিকে, বৃহস্পতিবার ১০জনই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামিদের জামিন মঞ্জুর করেন।
মামলায় বাদীর অভিযোগ, তিনি সরকারী বরাদ্দকৃত জমিতে বসবাস করেন। এজন্য আসামিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় উচ্ছেদের ষড়যন্ত্র করে আসামিরা। তার প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি বিকেলে আসামিরা প্রকাশ্যে এসে তাদের মারপিট করে জখম করে। ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতি। এছাড়া চাষাবাদের জমি দখল করে নেয়। খুনসহ নানাা হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ বলেন, আইনজীবী মাসুদ রানা বাদীর বিরুদ্ধে গত ২ জানুয়ারি একটি মামলা করেন। সেই মামলা থেকে বাঁচতে বাদী এটি কাউন্টার মামলা করেছে। এছাড়া এজাহারেও ঘটনার তারিখেও নানা অসঙ্গতি রয়েছে। আদালতকে বিষয়টি অবগত করলে বিচারক ১০ জনেরই জামিন মঞ্জুর করেন। #
যশোরের সিআইডির হাতে সোনা উদ্ধারের ঘটনায় একজন আটক 
যশোর অফিস যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর থেকে তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার টাকা সোনা উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। আটক রমজান আলী বেনাপোল পুটখালী গ্রামের সাহেব আলীর ছেলে। বুধবার আটকের পর বৃহস্পতিবার তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন।
পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গত পহেলা জুন গভীর রাতে বিজিবি সদস্যরা ঢাকা থেকে আসা তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩৫ পিস সোনার বার উদ্ধার করে। একই সাথে ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর তদন্তের দায়িত্ব পান তিনি। তদন্তে রমজান আলীর এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল বারোপোতা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, রমজানের রিমান্ড চাওয়া হয়েছে। রমজানকে রিমান্ডে নিয়ে এসব সোনার উৎসসহ আরও চা ল্যকর তথ্য পাওয়া যাবে। #
জনপ্রিয়

যশোরের সংক্ষিপ্ত খবরা খবর

প্রকাশের সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

যশোর অভয়নগরে সুব্রত মন্ডল হত্যা মামলার আটক শাকিলের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী

যশোর অফিস যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল হত্যা মামলায় আটক শাকিল সরদার বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি উপজেলার সরখোলা গ্রামের ইয়াসিস সরদারের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিল সরদার জানিয়েছেন এ মামলার আরেক আসামি রাজিব তার ছোটবেলার বন্ধু। সুব্রত মন্ডল হত্যার ১০/১২ দিন আগে রাজিব একটি পিস্তল তার কাছে রাখতে দেয়। কয়েকদিন পর ওই পিস্তল নিয়ে যায়। পরেই জানতে পারেন সুব্রত মন্ডলকে হত্যা করা হয়েছে। এরপরও রাজিবের সাথে তার দেখা হয়েছিলো সেসময় রাজিবের কাছে অনেক টাকাও ছিলো বলে জানান শাকিল সরদার। এছাড়া এ হত্যাকা-ের আগে রাজিব, রাব্বি এবং রাহাত নামে আরো একজনকে প্রায় আলোচনা করতে দেখতেন কিন্তু কি বিষয়ে তা শাকিলকে বুঝতে দিতেন না।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, সুব্রত মন্ডল হত্যাকা-ে জড়িত সন্দেহে শাকিল সরদার ছাড়াও সরখোলা গ্রামের রাকিব মোল্লা ও আমিনুর মোল্লাকে গত মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নিয়েছিলেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে এর মধ্যে শাকিল সরদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি সকালে দামুখালী বাজারে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী গুলি চালিয়ে হত্যা করেন মৎস্যঘের ব্যবসায়ী সুব্রত মন্ডলকে। এ ঘটনায় নিহতের ভাই অমৃত মন্ডল অজ্ঞাতনামাদের আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন।#
যশোরে আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
যশোর অফিস
যশোরে আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদার দাবিতে মারপিট ও জখমের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের মৃত শরিয়তুল্লাহ গাজীর ছেলে গোলাম কাদের।
আসামিরা হলেন, একই গ্রামের বাসিন্দা আইনজীবী মাসুদ রানা, আসাদুজ্জামান, মঞ্জুর রহমান, আকবার আলী, মোশারেফ, ফরহাদ হোসেন, লিটন, খোদাবক্স, নাসির ও মুনায়েম। এরআগে আইনজীবী মাসুদ রানা গোলাম কাদেরের বিরুদ্ধে একটি মামলা করেন। এদিকে, বৃহস্পতিবার ১০জনই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামিদের জামিন মঞ্জুর করেন।
মামলায় বাদীর অভিযোগ, তিনি সরকারী বরাদ্দকৃত জমিতে বসবাস করেন। এজন্য আসামিরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়ায় উচ্ছেদের ষড়যন্ত্র করে আসামিরা। তার প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি বিকেলে আসামিরা প্রকাশ্যে এসে তাদের মারপিট করে জখম করে। ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতি। এছাড়া চাষাবাদের জমি দখল করে নেয়। খুনসহ নানাা হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ বলেন, আইনজীবী মাসুদ রানা বাদীর বিরুদ্ধে গত ২ জানুয়ারি একটি মামলা করেন। সেই মামলা থেকে বাঁচতে বাদী এটি কাউন্টার মামলা করেছে। এছাড়া এজাহারেও ঘটনার তারিখেও নানা অসঙ্গতি রয়েছে। আদালতকে বিষয়টি অবগত করলে বিচারক ১০ জনেরই জামিন মঞ্জুর করেন। #
যশোরের সিআইডির হাতে সোনা উদ্ধারের ঘটনায় একজন আটক 
যশোর অফিস যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর থেকে তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার টাকা সোনা উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে সিআইডি পুলিশ। আটক রমজান আলী বেনাপোল পুটখালী গ্রামের সাহেব আলীর ছেলে। বুধবার আটকের পর বৃহস্পতিবার তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন।
পুলিশ পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, গত পহেলা জুন গভীর রাতে বিজিবি সদস্যরা ঢাকা থেকে আসা তিনটি প্রাইভেটকার তল্লাশি করে ১৩৫ পিস সোনার বার উদ্ধার করে। একই সাথে ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর তদন্তের দায়িত্ব পান তিনি। তদন্তে রমজান আলীর এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বেনাপোল বারোপোতা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, রমজানের রিমান্ড চাওয়া হয়েছে। রমজানকে রিমান্ডে নিয়ে এসব সোনার উৎসসহ আরও চা ল্যকর তথ্য পাওয়া যাবে। #