বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সদর হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে দু্ই রোগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন রোগীর স্বজনরা। তাদের এমন মৃত্যুতে মুহূর্তেই ভাড়ি হয়ে উঠে হাসপাতালের  পরিবেশ। তবে কর্তৃপক্ষের দাবি সময় মতই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে দু’রোগীকে।
বৃহস্পতিবার ২৬ (জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার পাল্টাপাড়া এলাকার মৃত সুরেন্দ্রনাথ শীলের ছেলে গুলটেন শীল (৫৬) ও জেলার রাণীশংকৈল উপজেলার ধুলঝারি গ্রামের সুরেশ চন্দ্রের স্ত্রী নীলশরী রানী (৬৫)।
জানা যায় যে, বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী) দুপুরে হ্নদরোগে আক্রান্ত হয়ে গুলটেন চন্দ্র শীল নামে পঞ্চাশোর্ধ এক রোগীকে  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ভর্তির সাত ঘন্টা পর তিনি মারা যায়। অপরদিকে নীলশরী নামে ষাটার্ধ এক নারী শ্বাসকস্ট নিয়ে বিকেলে ভর্তি হলে চারঘন্টার ব্যবধানে তিনিও মারা যান। কয়েক ঘন্টার ব্যবধানে দু’জন রোগী মারা যাওয়ায় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলেন স্বজনরা।
রোগী মারা যাওয়ার ঘটনা তদন্তে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সদস্যরা। পরিবারের সদস্যের হঠাৎ মৃত্যু যেন কোনভাবে মানতে পারছেন না স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অবহেলা নয় স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দরিদ্ররা আসেন চিকিৎসা নিতে অথচ চিকিৎসা না পেয়ে মারা যায়। যা কস্টদায়ক এ বিষয়ে খতিয়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ সরকারি সেবা পাবে না।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ আলিউল জানান, চিকিৎসা সেবা প্রদানে কোন গাফিলতি বা অবহেলা ছিল না। মৃত্যু হয়েছে স্বাভাবিক।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পেলে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে।
জনপ্রিয়

ঠাকুরগাঁও সদর হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে দু্ই রোগীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন রোগীর স্বজনরা। তাদের এমন মৃত্যুতে মুহূর্তেই ভাড়ি হয়ে উঠে হাসপাতালের  পরিবেশ। তবে কর্তৃপক্ষের দাবি সময় মতই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে দু’রোগীকে।
বৃহস্পতিবার ২৬ (জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার পাল্টাপাড়া এলাকার মৃত সুরেন্দ্রনাথ শীলের ছেলে গুলটেন শীল (৫৬) ও জেলার রাণীশংকৈল উপজেলার ধুলঝারি গ্রামের সুরেশ চন্দ্রের স্ত্রী নীলশরী রানী (৬৫)।
জানা যায় যে, বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারী) দুপুরে হ্নদরোগে আক্রান্ত হয়ে গুলটেন চন্দ্র শীল নামে পঞ্চাশোর্ধ এক রোগীকে  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। ভর্তির সাত ঘন্টা পর তিনি মারা যায়। অপরদিকে নীলশরী নামে ষাটার্ধ এক নারী শ্বাসকস্ট নিয়ে বিকেলে ভর্তি হলে চারঘন্টার ব্যবধানে তিনিও মারা যান। কয়েক ঘন্টার ব্যবধানে দু’জন রোগী মারা যাওয়ায় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলেন স্বজনরা।
রোগী মারা যাওয়ার ঘটনা তদন্তে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সদস্যরা। পরিবারের সদস্যের হঠাৎ মৃত্যু যেন কোনভাবে মানতে পারছেন না স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অবহেলা নয় স্বাভাবিক মৃত্যু হয়েছে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দরিদ্ররা আসেন চিকিৎসা নিতে অথচ চিকিৎসা না পেয়ে মারা যায়। যা কস্টদায়ক এ বিষয়ে খতিয়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ সরকারি সেবা পাবে না।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ আলিউল জানান, চিকিৎসা সেবা প্রদানে কোন গাফিলতি বা অবহেলা ছিল না। মৃত্যু হয়েছে স্বাভাবিক।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জানান, লিখিত অভিযোগ পেলে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে।