ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এ পুনর্মিলনীর আয়োজন করে এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এতে কলেজ অধ্যক্ষ কর্নেল এস এম রাজিব ইবনে রেজওয়ান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পরিবারবর্গ অংশ নেয়।
প্রধান অতিথি বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বর্তমান শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ১৩তম পুনর্মিলনীর কেক কেটে প্রধান অতিথি বক্তব্য উপস্থাপন করেন।
ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী জেনারেল এস এম শফিউদ্দিন তার বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিন দিনের এ আয়োজনে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাডেটগণ।