
গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। প্রথম দিনেই ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার ছবি হিসেবে প্রথম দিনে সর্বোচ্চ আয় হয়েছে। এই চলচ্চিত্র দেখিয়ে নতুন রেকর্ড গড়ল কাশ্মীরের এক সিনেমা হল। ‘আইনক্স লেজার’ নামে এই হল ৩২ বছর পর ‘হাউজফুল’ হলো।এই চলচ্চিত্রের অফিশিয়াল টুইটারে লেখা হয়, ‘পুরো জাতি পাঠান উন্মাদনায় আক্রান্ত। দীর্ঘ ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় হাউসফুল সাইন ফিরিয়ে আনার জন্য আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ! ধন্যবাদ।’
বিতর্ক, বর্জন কোনো কিছুই শাহরুখের ‘পাঠান’-এর অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিন গত বুধবার প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। ভারতের নানা প্রান্ত থেকে এসেছে এমন খবর। সিনেমা দেখে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শক। ‘পাঠান’-এর অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
‘পাঠান’ সিনেমায়া ৩২ বছর পর ‘হাউসফুল’ কাশ্মীরের সিনেমা হল। প্রথম দিনেই ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে পাঠান। এর আগে ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি আয় নিয়ে এই স্থান দখল করেছিল কেজিএফ-২। এ ছাড়া কর্মদিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর আগে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল সিনেমাটি।
এই সিনেমার মধ্য দিয়ে প্রায় চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউড বাদশাহর সিনেমা। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই। ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে সিনেমাটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে আগের দিন থেকেই হাজির হন প্রচুর দর্শক।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho