বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শার্শার ডিহিতে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভোধন

যশোরের শার্শার ডিহিতে মা সমাবেশ ও প্রায় সাড়ে৫কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্টানের শুভ উদ্ভোধন. আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ফিতাকেটে.বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো উদ্ভাধন করেন এমপি শেখ আফিল উদ্দিন.পরে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়। দেওয়া হয় শ্রদ্ধাজ্ঞলী পত্র।

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন.উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু.অধ্যাক্ষ ইব্রাহিম খলিল.উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী.প্রথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম. শার্শা থানা ওসি তদন্ত আকিকুল ইসলাম.সাবেক চেয়ারম্যান হোসেন আলী.চেয়ারম্যান আসাদুজামান মুকুল প্রমুখ। ২কোটি ৮৬লাখ টাকা ব্যায়ে নব নির্মিত পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন.১কোটি১১লাখ টাকা ব্যায়ে বাউন্ডারী প্রাথমিক বিদ্যালয় .১কোটি ২৬লাখ টাকা ব্যায়ে শিববাস শালকোনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের উদ্ভোধন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু মা। আজকের শিশুদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হলে  মা-দেরকে  আরো আন্তরিক ও সজাগ হতে হবে। শু শিক্ষিত জাতি গড়তে হলে শিশুদেরকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে সব শিক্ষা প্রতিষ্টানকে সময় উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অহিদুজামান অহিদ.চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সাবেক চেয়ারম্যান সোয়ারাব হোসেন প্রমুখ ##

শার্শার ডিহিতে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান উদ্ভোধন

প্রকাশের সময় : ০৪:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

যশোরের শার্শার ডিহিতে মা সমাবেশ ও প্রায় সাড়ে৫কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্টানের শুভ উদ্ভোধন. আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ফিতাকেটে.বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো উদ্ভাধন করেন এমপি শেখ আফিল উদ্দিন.পরে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়। দেওয়া হয় শ্রদ্ধাজ্ঞলী পত্র।

পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন.উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু.অধ্যাক্ষ ইব্রাহিম খলিল.উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী.প্রথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম. শার্শা থানা ওসি তদন্ত আকিকুল ইসলাম.সাবেক চেয়ারম্যান হোসেন আলী.চেয়ারম্যান আসাদুজামান মুকুল প্রমুখ। ২কোটি ৮৬লাখ টাকা ব্যায়ে নব নির্মিত পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন.১কোটি১১লাখ টাকা ব্যায়ে বাউন্ডারী প্রাথমিক বিদ্যালয় .১কোটি ২৬লাখ টাকা ব্যায়ে শিববাস শালকোনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের উদ্ভোধন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু মা। আজকের শিশুদেরকে সু শিক্ষায় শিক্ষিত করতে হলে  মা-দেরকে  আরো আন্তরিক ও সজাগ হতে হবে। শু শিক্ষিত জাতি গড়তে হলে শিশুদেরকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে সব শিক্ষা প্রতিষ্টানকে সময় উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অহিদুজামান অহিদ.চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সাবেক চেয়ারম্যান সোয়ারাব হোসেন প্রমুখ ##