বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বন্ধন এক্সপ্রেস ট্রেনে মদ সহ ৫০ হাজার কার্টুন বেনসন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা

ভারত থকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদ সহ ৫০ হাজার কার্টুন বেনসন ও এজ লাইট সিগারেট আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা।
আজ রবিবার দুপুরে বেনাপোল রেল স্টেশন এলাকায় বন্ধর এক্সপ্রোস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পন্য আটক করা হয়। আটক সিগোরেট ও মদ গুলো একটি চোরাচালানী চক্র বন্ধর এক্সপ্রেস ট্রেনে করে পাচার করছিল বলে কাস্টমস সুত্র জানায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেন যোগে বিপুল পরিমান সিগারেট ও মাদক দ্রব্য পাচার হয়ে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস’র ডেপুৃটি কুমিশনার রবীন্দ্র কুমার সিংহার নেতৃত্বে কাস্টমস একটি দল ব›ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টুন বেনশন ও এজ লাইট সিগারেট ও ১৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে। তিনি আরও জানান, রাজস্ব সুরক্ষার স্বার্থে কাস্টমস এর ধনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বন্ধন এক্সপ্রেস ট্রেনে মদ সহ ৫০ হাজার কার্টুন বেনসন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা

প্রকাশের সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

ভারত থকে আসা বন্ধন এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় মদ সহ ৫০ হাজার কার্টুন বেনসন ও এজ লাইট সিগারেট আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা।
আজ রবিবার দুপুরে বেনাপোল রেল স্টেশন এলাকায় বন্ধর এক্সপ্রোস ট্রেন থেকে ভারতীয় এসব অবৈধ পন্য আটক করা হয়। আটক সিগোরেট ও মদ গুলো একটি চোরাচালানী চক্র বন্ধর এক্সপ্রেস ট্রেনে করে পাচার করছিল বলে কাস্টমস সুত্র জানায়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আ: রশিদ মিয়া জানান, ভারত থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেন যোগে বিপুল পরিমান সিগারেট ও মাদক দ্রব্য পাচার হয়ে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস’র ডেপুৃটি কুমিশনার রবীন্দ্র কুমার সিংহার নেতৃত্বে কাস্টমস একটি দল ব›ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার কার্টুন বেনশন ও এজ লাইট সিগারেট ও ১৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে। তিনি আরও জানান, রাজস্ব সুরক্ষার স্বার্থে কাস্টমস এর ধনের অভিযান অব্যাহত থাকবে।